টোটো বন্ধের সময়সীমা বৃদ্ধির দাবীতে আন্দোলনে নামল তৃণমূল, ডেপুটেশন জেলা শাসককে
১২ই সেপ্টেম্বর, বালুরঘাটঃ নিষিদ্ধ টোটো বন্ধের সময়সীমা বৃদ্ধির দাবীতে জেলা শাসককে ডেপুটেশন দিল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল । বৃহস্পতিবার টোটো চালকদের পাশে দাঁড়িয়ে বালুরঘাটে মিছিল করে জেলা শাসক ভবনে পৌঁছান তৃণমূল নেতৃত্বরা । তৃণমূলের জেলা নেতা শুভাশিস পাল, বালুরঘাট শহর তৃণমূল সভাপতি সুভাষ চাকী, জেলা আইএনটিটিইউসি সভাপতি মজিরুদ্দিন মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা এদিন মিছিলে হাঁটেন । সংগঠনের তরফে দাবী তোলা হয়, উৎসবের মরসুমে সরকারি নির্দেশনামা যেন লাগু করা না হয়। বর্তমানে ওই নির্দেশ কার্যকরী হলে প্রচুর টোটো চালক তাঁদের একমাত্র উপার্জনের পথ হারাবে । পরিবর্তে তাঁদের কিছুটা সময় সুযোগ দিয়ে তাঁদের পাশে দাঁড়াতে আহ্বান করেন তৃণমূল নেতৃত্বরা।
জেলা পরিষদের মেন্টর তথা জেলা তৃণমূল নেতা শুভাশিস পাল জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশকে তাঁরা শ্রদ্ধা করেন। তবে উৎসবের মরসুমে ওই নির্দেশ যাতে লাগু না হয় সেদিকটা দেখা হোক । পরবর্তীতে তাঁরা টোটোগুলি ইরিক্সায় পরিবর্তন করার ব্যবস্থা করবেন।