বুড়া কালী মন্দিরে প্রণামী শাড়ি দান করা হলো সেবা মুলক সংস্থার মাধ্যমে গরীব মানুষদের

বালুরঘাট, ৯ সেপ্টেম্বরঃ বালুরঘাটের ঐতিহ্যবাহী শ্রীশ্রী বুড়া কালী মন্দিরে প্রণামীতে জমা পড়া শাড়ি আশ্রম ও অন্য মন্দির কমিটিগুলিকে দান করলেন কর্তৃপক্ষ । সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ৫০০ শাড়ি বিলি করা হয়েছে । জানাগেছে, বালুরঘাটের ভারত সেবাশ্রম সঙ্ঘ, তিওড় ভারত সেবাশ্রম সঙ্ঘ, বালুরঘাটের সারদা মিশন, লোকনাথ মন্দির ও রামকৃষ্ণ আশ্রমে ১০০ টি করে শাড়ি তুলে দেওয়া হয়েছে ।

শ্রী শ্রী বুড়া কালী মাতা মন্দির কমিটির সভাপতি শঙ্কর চক্রবর্ত্তী জানিয়েছেন, প্রতিবছর পূজোর আগে মন্দিরে জমা পড়া শাড়ি বিভিন্ন আশ্রম ও মন্দিরে বিলি করা হয়ে থাকে । এবারে প্রায় ৫০০ শাড়ি বিলি করা হয়েছে । গত বছর এখান থেকে ১২০০ শাড়ি বিলি করা হয়েছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *