ভূতের আতঙ্গে কালিয়াগঞ্জের মরুয়াডাঙ্গি গ্রাম, ৭ জনের শরীরে প্রবেশ অপদেবতা

বালুরঘাট, ৯ সেপ্টেম্বরঃ ভূতের আতঙ্গে গোটা গ্রাম, একে একে ৭ জনের শরীরে অপদেবতা প্রবেশ করেছে। এরপর কে? সেই আতঙ্কে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মরুয়াডাঙ্গি গ্রামের বাসিন্দারা।পুলিশ থেকে স্বাস্থ্য দপ্তর সচেষ্ট হলেও ভূতের আতঙ্ক কাটানো যায়নি।পুলিশের হস্তক্ষেপেও গ্রামবাসীদের চিন্তা মেটানো যায়নি।
এই পরিস্থিতিতে ভূত ভাগাতে বিঙ্গান মঞ্জকে গ্রামে নিয়ে গিয়ে সচেতনতা শিবির করার উদ্যোগ নিয়েছে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন।বিঙ্গান মঞ্চের কর্ম কর্তারা ইতিমধ্যেই এব্যপারে খোজখবর নিয়ে সচেতনতা প্রস্তুতি শুরু করেছে। এই ভূত কান্ডে গ্রামের এক গুনিনের দিকে অভিযোগ আঙ্গুল গ্রাম বাসিদের। সেই গুনিন পরিবার সহ গা ঢাকা দিয়েছে ।