জেলার রেল উন্নয়ন নিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার ও আধিকারিদের সাথে কাটিহারে বৈঠক সাংসদের
বালুরঘাট, ৩ সেপ্টেম্বরঃ দক্ষিণ দিনাজপুরের রেল পরিষেবার মান উন্নয়ন নিয়ে উত্তরপূর্ব রেলের জেনারেল ম্যানেজার সঞ্জিব রায়ের সাথে বৈঠক করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মঙ্গলবার কাটিহারে অনুষ্ঠিত ওই বৈঠকের মাধ্যমে জেলার অর্ধসমাপ্ত রেল প্রকল্পের কাজ সহ নতুন ট্রেন পরিষেবা যুক্ত করার বিষয়ে দাবী জানিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার। বালুরঘাট-হিলি নতুন রেলপথ, বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ নতুন লাইন সম্প্রসারণের কাজ তরান্বিত সহ বালুরঘাটে রেক পয়েন্ট তৈরি ইত্যাদি নানান বিষয়ে জিএমের দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ।
সেই সঙ্গে বালুরঘাট স্টেশনে ট্রেন রাখার ব্যাবস্থা সহ অারো তিনটি লাইন স্থাপন সহ বেশ কিছু রেল উন্নয়নের কাজের দাবি নিয়ে জিএম সহ কাটিহার ডিভিশনের রেল আধিকারিকদের নিয়ে ঘন্টা খানেকের ওই বৈঠকে বিস্তর আলোচনা হয়েছে । সাংসদ জানিয়েছেন, সম্ভাব্য কাজগুলি দ্রুত করার আশ্বাস মিলেছে।