কৌশিকি অমাবস্যায় বোয়ালদার জগ্ননাথদেব মন্দিরে পালিত হলো জগ্ননাথ উৎসব

৩০শে আগষ্ট, বালুরঘাটঃ কথায় বলে কৌশিকি অমাবস্যায় মনের বাসনা নিয়ে ভগবানের কাছে উপাসনা করলে তার মনস্কামনা পূরণ হয়। আর সেই বাসনায় বালুরঘাটের এক দম্পতি প্রার্থনা করেছিলেন একটি সন্তানের, যা বাস্তবে পূরন হতেই সামনে আসে ভগবানের মহিমা, আর সেই মহিমায় পূজা হয়ে আসে বোয়ালদার জগ্ননাথদেব মন্দিরে। এমনিতেই প্রতি বৃহস্পতিবার এই মন্দিরে পূজা হয় ভগবান জগ্ননাথদেবের, তবে এই কৌশিকি অমাবস্যায় উৎসব অনুষ্ঠিত হয় এই মন্দিরে। দূর দূর থেকে ভগবান দর্শনে এই মন্দিরে পূজা দিতে ভির হয় বহু পূর্ণার্থীদের।

কয়েকশ পূর্ণার্থীদের মধ্যে প্রসাদ বিতরনের পাশাপাশি মন্দিরে চলে নাম কির্তন ও ভগবানের নাম কথা। পালন করা হয় বৃক্ষরোপন কর্মসূচী। সংস্থার অন্যতম সদস্য অঞ্জন চ্যাটার্জী আমাদের জানান ভগবানে এই মন্দিরে এবার বেশ কিছু সেবামুলক কর্মসূচী পালন করা হয়েছে। যার মধ্যে বৃক্ষরোপন, জল ধর জল ভর কর্মসূচী অন্যতম। আগামীতে আরো বেশ কিছু সমাজ সেবা মূলক কর্মসূচী গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *