বিরোধীদের বসার জায়গার দাবীতে বিডিও অফিসে ধর্না
বালুরঘাট, ২৯ আগস্টঃ বিরোধী সদস্যদের বসবার জায়গা করে দেওয়া, বিধবাভাতা, বার্ধক্যভাতা প্রভৃতি সরকারি প্রকল্পে স্বজনপোষণের প্রতিবাদ সহ সাত দফা দাবিতে বালুরঘাট ব্লকের বিডিওর ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসল বিরোধী দলের পঞ্চায়েত সমিতির সদস্য-সদস্যারা । আন্দোলনকারী অভিযোগ, একবছর আগে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলেও পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিওর যোগসাজশে এখন পর্যন্ত বিরোধী দলের সদস্য-সদস্যারা বসার জায়গা পাননি । তাদের দাবী দীর্ঘদিন বালুরঘাট ব্লকের বিডিও বিরোধীদের বসার জায়গা করে দেবার প্রতিশ্রুতি দিলেও তা পালন করেননি । এছাড়াও পঞ্চায়েত সমিতির শাসক দল গীতাঞ্জলি প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজগুলি বিরোধীদের বঞ্চিত করে নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে । প্রতিবাদে অবস্থান বিক্ষোভ ।
পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সুমন মন্ডল জানান, মৌখিক ও লিখতভাবে বিডিওর কাছে অভিযোগ জানানো হয়েছে । কিন্তু কোন কাজ না হওয়ায় অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয় ।