ক্যান্সার বিষয়ক কর্মশালার আয়োজনে বালুরঘাটের ভারতীয় রেডক্রস সোসাইটি

২৫শে আগষ্ট, বালুরঘাটঃ ভারতের অন্যতম ক্যান্সার হাসপাতাল HCG ECO Cancer Centre- এর উদ্যোগে ও বালুরঘাটের ভারতীয় রেডক্রস সোসাইটির আয়োজনে গত ২৪শে আগষ্ট অনুষ্ঠিত হয়ে গেলো বিনামূল্যে ক্যান্সার রোগ চিহ্নিতকরন ও ক্যান্সার বিষয়ক কর্মশালার। যেখান উপস্থিত ছিলেন HCG ECO Cancer Centre হাসপাতালের ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাঃ সুদীপ্ত ব্যানার্জি। এইদিন বালুরঘাটে অবস্থিত ভারতীয় রেডক্রস সোসাইটির নিজস্ব কেন্দ্রে এই কর্মশালা আয়োজিত হয়। যেখানে চিকিৎসার জন্য আসেন বালুরঘাট সহ বিভিন্ন এলাকার কয়েকশ রুগী। তাদের স্বাস্থ্য পরীক্ষা শুধু নয়, তাদের উপযুক্ত পরামর্শ থেকে পরবর্তী চিকিৎসার জন্য নির্দিষ্ট শরীর পরীক্ষার কথাও বলা হয় এইদিন।

এছাড়াও এইদিন বালুরঘাট রেডক্রস সোসাইটির নিজেস্ব সভাকক্ষে আয়োজিত হয় ক্যান্সার সংক্রান্ত আলোচনার চক্রের। যেখানে রোগ নিরর্ণয়ের প্রাথমিক লক্ষন সংক্রান্ত পরামর্শ দেওয়া হয় এইদনি। বর্তমানে শরীরের কোথায় কোথায় ক্যান্সারের প্রভাব বেশী দেখা যায় সেই সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়, বিশেষ করে মহিলাদের নানা সমস্যা কখনও কখনও ক্যান্সার বহন করে, যা প্রাথমিক পর্যায়ে না জানার কারনে গুরুত্ব দেয়না অনেকেই। বিশেষ করে স্তন, যৌনাঙ্গে এই ধরনের সমস্যা বেশী দেখা যায়, আবার ফুসফুস কিম্বা লিভার, গলায় ক্যান্সার স্বাভাবিক ভাবে বেশী সামনে আসছে, যা মানুষ প্রাথমিক ভাবে প্রথম পর্যায়ে না জানার কারনে গুরুত্ব দেয়না। যা রোগকে সারাতে খুব গুরুত্ব পূর্ণ বলে জানান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাঃ সুদীপ্ত ব্যানার্জি। চলে বেশ কিছুক্ষনের প্রশ্ন উত্তর পর্ব। আগামীতে বালুরঘাটে HCG ECO Cancer Centre আরো বেশী করে OPD করবে বলে জানান সংস্থার কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *