গ্রামে মদ ও গাঁজার আসরের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৫ জুলাই—– গ্রাম জুড়ে গজিয়ে ওঠা মদ ও গাঁজার আখড়ার প্রতিবাদে বালুরঘাট থানায় বিক্ষোভ দেখাল উত্তেজিত আদিবাসী মহিলারা। শুক্রবার দুপুরে বালুরঘাট শহর লাগোয়া আদিবাসী অধ্যুষিত চক্রাম গ্রামের মহিলারা থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করেন । তাদের অভিযোগ, দিন দিন গাজা, মদে আসক্ত যুবকদের অত্যাচার আর কটুক্তিতে অতিষ্ট হয়ে উঠেছে এলাকার বাসিন্দারা । যার প্রতিবাদেই এদিন বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা । গ্রামের মহিলাদের অভিযোগ, বেশ কিছু দিন ধরে তাদের তৈরি গ্রামের একটি রাস্তার পাশে বীরেশ বর্মন নামে এক যুবক একটি দোকান গড়ে তোলে। যার আড়ালেই দেদার বিক্রি করা হচ্ছে গাঁজা ও মদ । রাতে দিনে ওই দোকান থেকে নেশা করে এলাকার যুবকরা রাস্তায় চলাচলকারি মহিলাদের কটূক্তি করার পাশাপাশি নানান অঙ্গভঙ্গি করে । একই সাথে নষ্ট হচ্ছে গ্রামের পরিবেশ । বিষয়টি নিয়ে থানায় জানিয়েও কোন কাজ না হওয়ায় তাদের বিক্ষোভ । 

বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত জানিয়েছেন, অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । গ্রামে যাতে সুষ্ঠ পরিবেশ ফেরে তার ব্যবস্থা করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *