বিশাল কনভয় নিয়ে জেলায় বিপ্লব, সেইভাবে দেখা নেই বিজেপি শিবিরের

বালুরঘাট ৬ জুলাইঃ দিল্লীতে দলবদল করে তৃনমুল ছেড়ে বিজেপিতে যোগ দেবার পর এদিন জেলায় ফিরলেন দক্ষিন দিনাজপুর জেলার প্রাক্তন তৃনমুলের সভাপতি বিপ্লব মিত্র। গত ২৪ জুন দিল্লির বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দেবার ১৩ দিন পর তিনি গতকাল সন্ধায় বাগডোগরাতে আসেন। আজ শিলিগুড়ি থেকে তার অনুগামীদের সঙ্গেো বিরাট কনভয় নিয়ে জেলায় ঢোকেন বিপ্লব মিত্র। তাকে স্বাগত জানাতে কুশুমন্ডিতে জেলা বিজেপির তরফে একটি অনুষ্ঠান করা হয়। সেই মঞ্চে জেলা বিজেপির সভাপতি সহ অনান্য নেতা নেত্রীরা উপস্থিত থাকলেও কিন্তু, জেলা বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি হার সেরকম দেখাযায় না। বিপ্লব মিত্রকে বিজেপির কর্মীদের মধ্যে মেনে নিতে অসন্তোষ রয়েছে বলে মনে করে জেলার রাজনৈতিক মহল। কেননা একদা জেলায় বিজেপি কর্মী সমর্থকদের উপর তিনি যে স্টিম রোলার চালিয়ে ছিলেন, সেই দাগ এখনও কর্মী সমর্থকদের মনে দগদগে ক্ষত হয়ে আছে বলেই মনে করে জেলার রাজনৈতিক মহলের একাংশ।
সেই কারনেই হয়তো বিজেপি কর্মী সমর্থকদের অনুপস্থিতি বলে মনে করা হচ্ছে।

যদিও তৃনমুল ছেড়ে সদ্য বিজেপিতে আসা বিপ্লব মিত্র অনুষ্ঠান মঞ্চে জেলা বিজেপি নেতৃত্ব দ্বারা স্বাগত জানানোর পর তার ভাষনে কর্মী সমর্থকদের মনের কথা বুঝতে পেরে তিনি বলেন, তৃনমূলে থাকাকালিন বিজেপির বিরুদ্ধে কিছু কথা বলতে হয়েছিল। কিন্তু এখন তিনি যেহেতু দল বদল করে বিজেপিতে যোগ দিয়েছেন। তাই এখন জেলায় বিজেপির সংগঠন মজবুত করার লক্ষ্যেই জোর দেবেন।

আজ বিপ্লব মিত্রের সাথে জেলায় ফেরেন তার সাতবে দিল্লিতে সদ্য যোগ দেওয়া জেলা পরিষদের সভাধিপতি সহ ১০ জন্ সদস্য। যদিও তৃনমূল দাবি করে জানিয়ে আসছিল দলবদলের কোন প্রভাব পড়বেনা জেলা পরিষদে। জেলা পরিষদ তাদের দখলেই ছিল আছে থাকবে। যদিও বিপ্লব মিত্র সে দাবি উড়িয়ে বলেছেন ১৮ জনের মধ্যে যদি ১০ জন বিজেপিতে যোগ দিয়ে থাকেন। তবে এমনিতেই জেলা পরিষদ বিজেপির দখলে চলে আসবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *