জেলায় ফুল ও ফল চাষ বাড়াতে কৃষকদের নিয়ে প্রশিক্ষন শিবির করছে দক্ষিন দিনাজপুর জেলা উদ্যান পালন দপ্তর

৩রা মে, হিলিঃ দক্ষিন দিনাজপুর জেলা মুলত কৃ্ষি প্রধান জেলা হলেও এই জেলায় বিকল্প কৃ্ষি ব্যাবস্থা, বিশেষ বাগিচা ফসলের সেই ভাবে কোন উন্নতি হয়নি। জেলার সব্জী চাষের পরিমান অনেকটাই বেশী হলেও ফুল ও ফল চাষের বিকাশ সেইভাবে হয়নি। হিলি দক্ষিন দিনাজপুর জেলার সব থেকে উন্নত প্রাচীন পলি মাটি এলাকা, কিন্তু ধান, পাট, সরষে চাষ ছাড়াও কিম্বা কিছু প্রথাগত সব্জী চাষ হয়ে থাকে এই এলাকায়। কিন্তু প্রচুর সম্ভাবনা থাকা সত্তে্ও ফুল ও ফল চাষ সেইভাবে বৃ্দ্ধি পাইনি হিলি এলাকায়। তাই এবার সেই ফুল ও ফল চাষ বাড়াতে বিশেষ উদ্যোগ নিলো দক্ষিন দিনাজপুর জেলা উদ্যান পালন দপ্তর। হিলির ফেরুসা কালিবাড়ি এলাকার ইসমাইলপুরে সোমবার থেকে শুরু হলো ছয় সপ্তাহের কৃ্ষি প্রশিক্ষন শিবির। যেখানে এই এলাকার কৃ্ষকদের বর্ষা কালিন গাঁদা ফুল ও আনারস চাষের বিষয়ে এই প্রশিক্ষন চলবে প্রতি সোমবার করে আগামী ছয় সপ্তাহ। প্রশিক্ষিত চাষিদের প্রশিক্ষন শেষে ফুল ও ফল চাষের নানা উপকরন থেকে বেশকিছু আর্থিক সাহায্য করবে জেলা উদ্যান পালন দপ্তর, এমনটাই বলেন জেলা উদ্যান পালন আধিকারিক সমরেন্দ্র নাথ খাঁরা। তিনি জানান এই জেলায় ফুল ও নানাবিধ ফল চাষের সম্ভাবনা রয়েছে, কিন্তু সঠিক ভাবে এই জেলায় ফুল ও ফল চাষ বাস্তবায়ন হয়নি। তাই জেলা উদ্যান পালন দপ্তর এই জেলায় ফুল ও নানা রকম ফল চাষ করা যায় তার জন্য উদ্যোগ গ্রহন করা হচ্ছে। বিশেষ করে এই জেলায় গাঁদা ফুল থেকে আনারস, নানা রকমের লেবু, মসুম্বির মতো একাধিক ফল চাষ করতে চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *