কৃষকরা বোরো ধানের দাম না পাওয়ায় ক্ষোভ দক্ষিন দিনাজপুর জেলায়, ধিরে ধিরে বাড়ছে ধানের দাম

৩রা মে, বালুরঘাটঃ এবার দক্ষিন দিনাজপুর জেলায় ৭৫ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে, যেখানে গতবারের থেকেও ধানের উৎপাদন বাড়লেও কৃষকরা বোরো ধানের দাম না পাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে দক্ষিন দিনাজপুর জেলায়। শুরুতে ধানের দাম তলানিতে থাকায় মাথায় হাত কৃ্ষকদের, কাঁচা ধানের দাম শুরুতে মোন প্রতি ২৫০ টাকা হলেও বর্তমানে এই ধানের দাম কিছুটা বৃ্দ্ধি পেয়েছে। এবার জেলায় বোরো চাষের সঙ্গে যুক্ত ছিলো প্রায় ৫০ হাজার কৃ্ষক যেখানে তাদের প্রতি হেক্টর জমিতে ধান চাষে খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। জেলার এক কৃ্ষক শ্যামল মন্ডল আমাদের জানান যেভাবে সারের দাম বাড়ছে শুধু নয় ক্রমেই বাড়ছে সেচের খরচ থেকে লেবার খরচ। কিন্তু ধানের দাম এতো তলানিতে থাকায় কৃ্ষকদের অবস্থা ক্রমেই করুন হচ্ছে জেলায়। গতবছর জেলায় বর্ষালি ধানের দাম মোন প্রতি ৩৫০ টাকা ছিলো যা স্বাভাবিক বাজার থেকেও ১০০ টাকা কম। পাশাপাশি এবারেও খরালি ধানের উৎপাদন বেশি হলেও দাম নেই বলেই চলে, শুরুতে ধানের দাম মোন প্রতি ২৫০ টাকা হলেও এখন কাঁচা ধানের বাজার কিছুটা বেড়েছে, পাশাপাশি শুকনো ধানের দাম মোন প্রতি ৩৮০ টাকা হলেও সেই দাম ৪০০ টাকার উপরে উঠলে চাষীরা কিছুটা হলে লাভের মুখ দেখবে। তিনি বলেন যে ভাবে সারের দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, শ্রমিক খরচ বেড়েছে, বেড়েছে সেচের খরচ, তাতে এই দাম কোন ভাবেই লাভের মুখ দেখছে না তারা। জেলা কৃ্ষি অধিকর্তা জ্যোতির্ময় বিশ্বাস আমাদের জানান এবার জেলায় ব্যাপক ফলন হয়েছে, কিন্তু ধানের দাম সেইভাবে না পাওয়ায় কৃ্ষকরা লাভের মুখ সেইভাবে দেখতে পাচ্ছেনা। তবে আগামীতে ধানের দাম বাড়বে বলে আশা করছেন তিনি। জেলা খাদ্য নিয়ামক অমরেন্দ্র রায় আমাদের জানান জেলায় এবার নির্ধারিত পরিমান ধান কেনা সম্পূর্ণ হয়ে গেছে, যার পরিমান ৫০ হাজার মেট্রিকটন থেকে বেড়ে ৫৬ হাজার মেট্রিকটন। তবে জেলার কৃ্ষাণ মান্ডি গুলোতে ধান কেনার প্রক্রিয়া বন্ধ হয়নি, ধান কেনা চলছে জেলার প্রতিটি কৃ্ষান মান্ডিতেই। তবে বোরো ধান কেনার প্রক্রিয়া এখনো শুরু হয়নি, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার স্পেশিফিকেশন অনুযায়ী ধানের অনুমোদন মেলে তবে এই ধান কেনা শুরু করবে খাদ্য দপ্তর। যার সহায়ক মূল্য ১৭৫০ টাকা ধার্য্য হয়েছে, যদি কৃ্ষাণমান্ডিতে ধান আনে কৃ্ষকরা তবে সেই দাম ১৭৭০ টাকা পাবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *