পড়ার জন্য বকাঝকা করায় গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী নাবালিকা স্কুলছাত্রী

৩১শে মে, বালুরঘাটঃ গভীর রাতে শোবার ঘরে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল৷ বালুরঘাট শহর লাগোয়া চকভৃগুর আখিরাপাড়া এলাকার ঘটনা পুলিশ জানিয়েছে মৃত ছাত্রীর নাম প্রণতি সরকার নদীপার গালর্স্ হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ৷ ঘটনায় ঘরে থাকা ওই ছাত্রীর ঠাকুরমাও আগুনে ঝলসে গুরুতর আহত হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে বালুরঘাট হাসপাতালে৷ স্থানীয় সূত্রের খবর কাজের সন্ধানে ওই ছাত্রীর মা বাবা দুজনেই ভিনরাজ্যে থাকেন যে কারণে ঠাকুরমা চামেলি দে সরকারের কাছে থাকত প্রণতি ও তাঁর ছোট ভাই। বৃহস্পতিবার রাতে প্রণতির ভাই তাঁর এক আত্মীয় বাড়িতে ছিল৷ সেই সময় নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই ছাত্রী, আগুনে পুড়ে ঝলসে যান ছাত্রীর ঠাকুর মাও৷ দুজনকেই হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে, ছাত্রী ঠাকুমার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। 

বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত জানিয়েছেন মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে
প্রণতির আত্মীয় অমল সরকার বলেন পড়াশোনার জন্য বকাঝকা করায় ঠাকুমার উপরে অভিমানে আত্মঘাতী হয়ে থাকতে পারে ছাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *