বিজেপির হয়ে দক্ষিন দিনাজপর জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে পক্ষপাতমূলক কাজের অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূলের
১৪ই এপ্রিল, বালুরঘাটঃ বিজেপির হয়ে কাজ করছে দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ সুপার, তিনি বিজেপির হয়ে পক্ষপাতমূলক কাজ করছেন, এমন অভিযোগে বেলা ১২টায় এসপি অফিস ঘেরাও করে বিক্ষোগ তৃণমূলের। তৃণমূলের বালুরঘাট টাউন কমিটির কার্যকারী সভাপতি দেবাশিষ মজুমদার বলেন গত কয়েকদিনে একাধিক বিষয়ে পুলিশ মিথ্যা মামলায় তৃণমূলের একাধিক কর্মীদের ফাঁসিয়েছে। তৃণমূলের অভিযোগ নির্বাচন কমিশনের কাছে অনুমতি নিয়ে বাইক র্যালি করলেও একাধিক বাইক আটক করছে পুলিশ, বিজেপির বিরুদ্ধে টাকা বিলির প্রসঙ্গে অভিযোগ দায়ের করলেও কোন ব্যাবস্থা নিচ্ছেনা পুলিশ। উল্টে বিজেপি জনধন যোজনার নাম করে সাধারন মানুষের কাছে লোন পাইয়ে দেবার নামে প্রলোভন দিচ্ছে সেই সব অভিযোগ পেয়েও নিশ্চুপ পুলিশ প্রশাসন। এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।তৃণমূলের বালুরঘাট টাউন কমিটির কার্যকারী সভাপতি দেবাশিষ মজুমদার অভিযোগ করেন পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠিকে নির্বাচনের আগেই বদলি করানো হোক এই জেলা থেকে। এইদিন প্রায় কয়েকশ তৃণমূল নেতৃ্ত্বের উপস্থিতিতে এই বিক্ষোভ কর্মসূচী পালন করে তৃণমূলের টাউন কমিটি। উপস্থিত ছিলেন টাউন সভাপতি সুভাষ চাকি, সহ প্রাক্তন চেয়ারম্যান রাজেন শিল, প্রাক্তন কাউন্সিলর দেবজীৎ রঞ্জন রুদ্র সহ অন্যান্যরা। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার আমাদের জানান এই জেলার পুলিশ বিজেপির হয়ে নয়, তৃণমূলের হয়ে কাজ করে। তাই তারা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে ৮ আধিকারিক ও ৪৯ জন দুস্কৃতিদের দ্রুত গ্রেপ্তারের দাবী করেছে।এতেই প্রমান হয় পুলিশ কার হয়ে এই জেলায় কাজ করছে।