দক্ষিন দিনাজপুর জেলায় এলো এক কোম্পানী কেন্দ্রীয় বাহিনী

১৪ই এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ শুক্রবার রাতে দক্ষিন দিনাজপুর জেলায় এসে পৌছালো এক কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। এরপরে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বালুরঘাট ও গঙ্গারামপুর মহকুমার আটটি থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হলো রাজ্য পুলিস কে সঙ্গে নিয়ে। এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে গঙ্গারামপুর স্টেডিয়ামে রাখা হয়েছে। শনিবার সকালে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে তিন সেকশনে ভাগ করে গঙ্গারামপুর মহকুমার হরিরামপুর ,কুশমণ্ডি ও বংশীহারি থানা এলাকায় চার ঘন্টা রুট মার্চ করে ঘোরানো হয়। এরপর শনিবার বিকেলে বালুরঘাট মহকুমার চারটি থানা এলাকায় কুমারগঞ্জ ,তপন ,বালুরঘাট ,হিলিতে রুটমার্চ করে সংশ্লষ্ট থানার আধিকারিকরা। এখন থেকে জেলাতে নিয়মকরে কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল দেবেন সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলবেন। এছাড়াও জেলার জনবহুল রাস্তায় নাকা পয়েন্ট করে কেন্দ্রীয় বাহিনী তল্লাশি চালাবেন। জেলা পুলিস সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন জেলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। জেলার মানুষেরা যেনো অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট দানে অংশগ্রহণ করতে পারেন তার জন্য জেলার আটটি থানায় চার ঘন্টা সকালে ও চার ঘন্টা বিকেলে রুটমার্চ করবে। এছাড়াও আমরা নাকা পয়েন্ট করে তল্লাশি চালাচ্ছি কেন্দ্রীয় বাহিনীদের দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *