বন্ধন হীন —- কলমে ছবি সিনহা বসু

কবিতা -বন্ধন হীন
কলমে-ছবি সিনহা বসু

কত শত দুঃখ কত শত বেদনা….
তবু ও বয়ে চলে জীবন !
পাওয়া না পাওয়ার দোলাচলে খুঁজে নেওয়া এক টুকরো খুশী দেয় বেঁচে থাকার ইঙ্গিত !

বার বার ফিরে আসা জননীর জঠরে !
কল্পনার ফানুস ভেসে চলুক দেশ দেশান্তরে…..

সবুজ ইচ্ছে গুলো মাথা চারা দিচ্ছে, গাছে গাছে শিউলির ঘ্রাণ, সাদা মেঘের ভেলা নীল আকাশে !

ভেসে যাই বলে উঠে মন—–
ছুট লাগালো ঐ ঐ কাশের দেশে !!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *