দুরত্বে দোল —– অঞ্জনা চক্রবর্তী
দুরত্বে দোল
অঞ্জনা চক্রবর্তী
হিরণ্যকোশিপু রজত্ব ওই, আমিত্ব অহং ভর্তি
আবীর গুলাল হারিয়ে গিয়ে কাদাছোড়ায় ফুর্তি |
দোল যখন প্রযোক্তিতে ‘হ্যাপি হোলি’সত্যি!
সকাল সকাল শুভেচ্ছায় নেই যে কারো সর্দি |
আবিরে আবার হয় এলার্জি, মানুষ গৃহবন্দী
বনোবীথি আজও আছে লাল সবুজের সন্ধি|
রংবাহারে রূপের বাহার কৃষ্ণচূড়ার শাখায়
মাদার মহুয়া রাধাচূড়া প্রেম প্রকৃতিতে মাতায় |
মানুষ আজ দূষিত জলে বেলুন ভর্তি করে
উপর থেকে গায়ে ছোঁরে পাবলিক পোস্টের মাধ্যমে |
মাতান্তরে আত্মরক্ষা আক্রমণ চলে
তুমি মহারাজ সাধু হলে আজ,আমি নোংরা জলে…
রঙিন হতে চেয়ো না আজ আর, প্রেম তো অমৃত কুম্ভ!
প্রেমিক ক্ষণিকের অতিথি , ধূসর করে দেবে তোমার বর্ণ
কেড়ে নেবে সারল্য, বিশ্বাস ;রক্তশুন্যতায় বুকে ফ্যাকাশে পৃথিবী…
দোল পূর্ণিমায় তাই রঙ চেও না আর…
দে দোল দোল দে দোল দোল…;
মানুষ্যজাতির হৃদয় খোল |
মানবতার রামধনুতে কর মাতন… কর মাতন |
পৃথক হয়েও প্রেমে পড়ার না থাক বারণ… কর সাধন…
দে দোল দোল… দে দোল দোল..
হোলিকা দহণে হোক মরণ … ষড় রিপুর নিষকাষণ..
বৃন্দাবনের কৃষ্ণ লীলায় দোল উৎসবে জোৎস্না ছড়ায়…
প্রেম বিলায়..
আবীর গুলাল সঙ্গে নিয়ে স্পর্শ থাকুক অতি যত্নে
ভালোবাসার চিরন্তনে রঙ মেখে পলাশ বনে
রঙ বাহারি পিচকিরিতে নে না ভরে
সম্প্রীতির সোহাগ সুরে, ধর্ম ভুলে
ভাতৃত্বের বন্ধনে আজ খেলবে হোলি
মিষ্টান্ন মুখে আলিঙ্গনে ঐক্য সুরে, দুয়ার খুলে
প্রহ্লাদের পুনর্জন্ম হোক ধরণিতে, রঙিন নয়নে
আবেগপূর্ন রূপ রস গন্ধে , আকাশ ছুঁয়ে সমুদ্রকে
মানবজাতির রঙ উৎসবে হোক চৈতন্য মূল্যবোধে |