সম্পাদকের কথায় কিছু কথা———

সম্পাদকীয়

দিনাজপুরডেইলির এক নবতম সংযোজন ” বিনোদন বিভাগ ” গত সপ্তাহের মতো বিনোদনের ডালি সাজিয়ে দ্বিতীয় সংখ্যায় পৌঁছে গেলাম সকলের শুভেচ্ছা শুভকামনা জড়িয়ে নিয়ে।
আশারাখি, রুচিসম্মত এই বিভাগ সম্প্রচারিত করার মাধ্যমে সকলের প্রিয় হয়ে উঠতে পারছি। তারজন্য সকলের একান্ত সহযোগিতা কাম্য।
দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। প্রতি বছর এই সময় তোড়জোড় তুঙ্গে থাকে। সেজে ওঠে উৎসবমুখর পথঘাট সাথে সামাজিক মন। করোনা আবহে চারিদিকে ছড়িয়ে আছে ভিন্নতার আভাস…
তবে, সুরক্ষা বিধিনিষেধ মেনেই পুজোর উদ্যোগ। জানি না, উৎসব আনন্দ সুখ মেপে হয় নাকি !
করোনাভাইরাসের প্রকোপে এমনিতেই বাজেটে বড়সড় কাটছাঁট করছে পুজো কমিটিগুলি। সীমিত বাজেটের মধ্যে করোনা রোখার প্রস্তুতি নেওয়া রীতিমতো চ্যালেঞ্জ। সংক্রমণ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ফলে বাজেটের অর্ধেকের বেশি অংশ ব্যয় হয়ে যাচ্ছে।
বড় বড় শপিংমল বিগ বাজার সুসজ্জিত পোশাকে অলংকারে রঙিন হয়ে ওঠে… বদলেছে চেনা ছন্দ, খাঁ খাঁ করছে ব্যবসায়িক প্রেক্ষাপট। অর্থনৈতিক সংকটের মধ্যে সব শ্রেণির মানুষ আজ বিপন্ন-বিস্ময়ের সামনা-সামনি। এমন কিছু পরিচিত মানুষের কথা খেয়াল রাখি না… যখন ঠাকুর দেখা, বাইরে খাওয়া, ছুটি কাটাতে দেশ ভ্রমণে উল্লাসে মেতে থাকি… সেই সময় সারাবছরের রোজগারের অপেক্ষারত ঢাকিদল প্রিয় ঘরবাড়ি, প্রিয় উঠোন ছেড়ে মন্ডপে মণ্ডপে কর্মরত থাকে … কিন্তু 2020 কি চিত্রকল্প দেখাবে এখনও বুঝতে পারছি না আমরা !
বদলাতে বদলাতে ভেঙে যাচ্ছে স্বপ্ন…পসরা সাজিয়ে চোখে স্বপ্ন নিয়ে সাধারণ মানুষ আজ সাজিয়ে গুছিয়ে স্বপ্ন ভাঙার আওয়াজ শুনছে… ঘুম উপড়ে যাওয়া চোখে আসে জল… প্রশ্ন একটাই জনমে নেই মরণে এতো প্রভেদ কেন ?
আসুন, দৈনন্দিন স্বাস্থ্য, স্বচ্ছতা বিষয়ে সচেতন হয়ে বিপুল বিশ্বকে সুস্থ করে তোলার প্রয়াস করি।
শুভেচ্ছা শুভকামনা সাথে নিয়ে এগিয়ে চলি নতুনভাবে আগামীর পথে। আগামী সপ্তাহে উপস্থিত থাকবো সকলকে সাথে নিয়ে নতুন সাজে।
গীতশ্রী সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *