দীর্ঘ অপেক্ষার পরে ঘোষণা করা হলো দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি

২৪ শে সেপ্টেম্বর, বালুরঘাটঃ   দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটি, সেই সঙ্গে ঘোষণা করা হলো দক্ষিন দিনাজপুর জেলা যুব তৃণমূল ও জেলা তৃণমূলের বিভিন্ন ব্লক ও টাউন সভাপতির নাম। এছাড়াও ৮ জনের কোর কমিটি ঘোষণা করা হয় এইদিন। যেখানে রয়েছেন জেলার চেয়ারম্যান হিসাবে শঙ্কর চক্রবর্তী, সভাপতি গৌতম দাস, জেলার দুই কনভেনার সুভাষ চাকি ও ললিতা টিগ্গা, তপন বিধানসভার বিধায়ক বাচ্চু হাঁসদা, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, মুখপাত্র জয়ন্ত দাস, ও জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অম্বরিশ সরকার। এছাড়াও সহ সভাপতি হিসাবে স্থান পেয়েছেন বিপ্লব খাঁ, অজিত সরকার, অমরেন্দ্র সরকার, কেসব যোসি, নিখিল সিংঘরায়, দেবেন্দ্র নাথ মন্ডল। সেই সঙ্গে জেলার বিভিন্ন ব্লক টাউন সভাপতি হিসাবে রয়েছেন বালুরঘাট ব্লক অরূপ সরকার, হিলি মিহির সরকার, তপন বিধানসভার তপন ব্লক সভাপতি সুব্রত ধর, গঙ্গারামপুর বিধানসভার তপন ব্লক সভাপতি শঙ্কর মন্ডল, কুমারগঞ্জ উজ্জ্বল বসাক, গঙ্গারামপুর মৃণাল সরকার, বংশীহারী সত্যেন্দ্র নাথ রায়, হরিরামপুর আবুল হাতেম আলি, কুশমন্ডী রেখা রায়। এবং বালুরঘাট টাউন শ্যামল লাহা, গঙ্গারামপুর টাউন অশোক বর্ধন, বুনিয়াদপুর টাউন রবীন্দ্রনাথ দাস।

বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট কাঠাল পাড়ায় অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন জেলা সভাপতি গৌতম দাস। নিচে কমিটি গুলো পূর্ণাঙ্গ হিসাবে দেওয়া হলো।

Press Release_Trinamool Congress Dakshin Dinajpur District and Block Committee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *