নিলাঞ্জনা — উদয় ভানু চক্রবর্তী

নিলাঞ্জনা —

উদয় ভানু চক্রবর্তী

এই যে জামারুল গাছের পাশে বাসস্টপের দিকে তাকিয়ে তুমি..
আজও খোঁজো গোপনে সেই মুখ,
মায়াপরীরা ওড়ে যে ধূলিজন্ম গায়ে মেখে..
ভালবাসা চিবুকের খাঁজে কেবলই দু’ফোঁটা সুখ!
তোমার কথা কেউ তো বলে না নিলাঞ্জনা !

বহুদিন ওই শস্য ক্ষেতের ওপারে দেখা হলুদ পাখি,
হাজার ফাগুনের আশা নিয়ে দিন গুনে ..
গাঢ় নীলাভতা এই প্রবল হিল্লোলে ঈষৎ স্তিমিত?
বিরহ হয়ে ওরা ঝরে ওই চোখের কোনে..!
তোমার কথা কেউ কেন বলে না নিলাঞ্জনা..?

এভাবেই মন কেমনের সন্ধ্যায় ঢাকা পড়ে উঠোন!
পিলসুজের আলোয় মিটিমিটি প্রেম যত..
অপেক্ষারা দিগন্তের ওপারে যেন স্বপ্নঘুড়ি,
বনপলাশীর পদাবলী ছড়িয়ে ছিটিয়ে কত..
কোনোদিন ওই দূর আকাশে গোধূলিতে পিলুর সুর,
কৃষ্ণচুড়ায় চলার পথ রাঙা হ’লে..
উত্তরী হাওয়ায় বিদায়ী রাতের ঝরা পাতা,
আঁধার বাসরে মন তবু যে আজও দোলে..

শুধু তোমার কথা এখন কেউ আর বলে না নিলাঞ্জনা..!

 

1 thought on “নিলাঞ্জনা — উদয় ভানু চক্রবর্তী

Leave a Reply to Mala Chakraborty Cancel reply

Your email address will not be published. Required fields are marked *