সম্পাদকীয় কলমে —– গীতশ্রী সিনহা।

সম্পাদকীয়

অসহায় পরিস্থিতির মধ্যে হেঁটে চলেছি আমরা! দোষ না করেও প্রতিনিয়ত সাজা দেওয়ার দাঁড়িপাল্লায় অপরাধ মাপার অছিলা চলছে…
দল- মত – জাতি-ধর্ম নির্বিশেষে একটা-ই দাবি হোক —-
বিচার চাই, বিচার চাই ।

একলা দীর্ঘ রাত !
গীতশ্রী সিনহা

মধ্যরাতে দর্পণের সামনে তুমি !
নিথর আলোর মাঝে রুগ্ন মানুষ !
আগুনের লেলিহান নরক…
অথবা অনিবার্য আস্ফালন !
গোছানো বিকেলগুলো ছুঁয়ে গেল
বহু শতাব্দীর অন্ধকার !
একদিন অবিকল মানুষেরই মতো
সময়ে জড়িয়ে ভাঁওতাবাজ নেতাদের নামে শ্লোগান তুলি !
হেলানো সময়ে হাস্যময় রাতে প্রচ্ছন্ন কৌতুক ইঙ্গিত !
ছায়াহীন একাকী !
চলমান ঘড়ির কাঁটার মাঝে মুখ লুকায় গোপন ঈশ্বর !
রাতের পৃথিবীতে সেইসব অর্বাচীন ছোট ছোট নরক ক্ষুৎপিপাসায়… করে যাচ্ছে কাজ…
কথা হয় না কারও সঙ্গে…
কথাদের বিপন্ন সমাজ !
চোখের ভাষা চোখে চোখে গড়াগড়ি খায় !
দিগন্তের চেয়েও একটু দূরে, রাতের পাখিরা ওড়ে…
তবুও হাসে রাতের আলোরা !
চাঁদের চোয়ালে জ্যোৎস্না নামে !
পশমের ছাপে রোমশ স্তব্ধতা…
কুমারী ঘুম স্পষ্টত গাঢ় নীল !
শরীরে কোনো ঋণসংস্কারের আলিঙ্গন নেই!
কোথায় হারিয়ে গেল বৈধ বালিয়াড়ি বিকেল !
ধ্বনি-প্রতিধ্বনিদের পাড়ায় অবিরাম খেলা চলে…
আজও, রাতের মাধবীরা খেলে !
একা, আমি সর্বনাম
দীর্ঘরাত জেগে আছি
আমারই বিকেলের খোঁজে !

আসুন সমবেতভাবে লিপ্ত থাকি স্বচ্ছ বিশ্বের পটভূমিকায়। শুভকামনা শুভেচ্ছা রইল সকলের প্রতি।
সম্পাদকীয় কলমে —– গীতশ্রী সিনহা।

1 thought on “সম্পাদকীয় কলমে —– গীতশ্রী সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *