পাখিগান **** শান্তময় গোস্বামী
পাখিগান
শান্তময় গোস্বামী
পাখিদের গানে শুনতে পাই তাদের খিদে আর রমনের ধ্বনি
পাখিদের কাতর আর্ত চিৎকারকে আমরা গান ভেবে থাকি।
গাছের কোটর, অর্কিড, শ্যাওলার সবুজ সঞ্চয় নই আমি
অক্ষর জন্মের যেটুকু সঞ্চয়… সেই
সঙ্গমের কোমল আর কড়ি থেকে শীৎকার ও সন্ন্যাস
এভাবেই সকাল ও দুপুর গান হয়ে ওঠে।
পাখিদের মতই উর্বরতা ভেঙে নেমে আসে আলোর উচ্ছাস
খাদে শুয়ে থাকা অন্ধকার… আগ্নেয় ক্লিভেজ থেকে
নিঃসৃত আলোয় কেন সহসা ঝাঁপিয়ে আত্মহত্যা করে
এ নিয়ে লালন কিছুই বলেননি তাঁর বাউলাঙ্গে।
পাখিদের গানের গোত্রবিচারে তাই কারণ হিসেবে
পুরুষ পালকের কোনো উল্লেখ থাকে না।
কিছু সুর গড়িয়ে দাও পাখিদের নরম ডানায়…
আনন্দস্বরূপে খুঁজে পাবে বাউলানির খোলাবুক দোতারায়
আরও কত দৃষ্টিভ্রম… ঝাপসা আতসকাচে ভাঙনের গান
ভুলের ছায়া থেকে জীবনের নগ্নতায়… পালক উড়ানে
লেগে থাকে স্মৃতিদাগ… বিনিদ্র বাকল… জঠরের ওম।
পাখিরা তবু গান গায়… গানের সংলাপ মুছে দেয় শোক।