রিযিক ❝ ভাস্কর সরকার ©️

জখম হওয়া পাতারা হলুদ হবার আগেই ঝরে যায়। পথের বুকেই। পৃথিবীর এই পথ কখনোও বর্ষায় ভেজানো═══ কখনোও কড়া পাকের সন্দেশের মতো জ্বালানো। একমাত্র পথই জানে ঐ পাতাদের গড়িয়ে ধুইয়ে কোথায় নিয়ে যাবে ? সে কি কোনো পাতা-কুড়ানির হাতে পড়বে নাকি কোনো পথিকের পায়ের তলায়═══ জখমের ডেফিনেশন বোধ হয় ওই পাতাদের এখনো যথেষ্ট জানা হয়নি !

কেউ কেউ মা-জরায়ু থেকে মৃত্যু রাশিতে জন্মায়

সারা জীবন তাদের ওই মৃত্যুকেই ভালোবেসে যেতে হয় ━━━━━━━━━

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *