ইমলির গোয়েন্দাগিরি

তনুজা চক্রবর্তী

হাননান আহসান

পুনশ্চ, দাম ১৯৫ টাকা।

লেখকের প্রথম গল্পের বই। ছোটোদের জন্য। শিশু মনস্তত্ত্বের খুঁটিনাটি ১২টি গল্পে ঝরঝরে ভাষায় উপস্থাপন করেছেন। দৈনন্দিন জীবনের টুকরো টুকরো ঘটনাগুলি সাজিয়ে পরিপূর্ণ গল্পের ইমারত তৈরি করা মুন্সীয়ানার দরকার। লেখক তার ভাবনা ও প্রকরণে সসম্মানে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গল্পের পরতেপরতে ন্যায়- অন্যায় বোধ ও বিশুদ্ধ ভালোবাসার অভিব্যক্তি ধরা পড়েছে। ছোটোদের খুব আনন্দ দেবে এই গল্পগুলি। বড়োরাও গোগ্রাসে গিলবে। ঝকঝকে ছাপা ও শোভনসুন্দর বইটি হাতে নিলেই মন ভরে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *