দুর্গা বাজুক (১)

মধুমিতা ধর

ঘুরতে ঘুরতে মেঘ আকাশের পথ
কখন যেন বৃষ্টি হয়ে নামে
ঐ বনপথ ,পাহাড়,সমুদ্দুর
সব পেরিয়ে পায়ের কাছে থামে।

শরৎ বেলার,শিউলি ঝরা মনে
হঠাৎ উঁকি দিয়েছে কাশবন
জড়িয়ে ‘ধরে সম্পর্কের মত
রক্ত রঙে ভেসেছে রঙ্গন।

সব একা আজ মিলনে মশগুল
হুল্লোড় খুঁজে,দিগ দিগন্তে ছোটে
এমন দিনে যেন সবার কানে
ঢ্যাম কুড়াকুড় দুর্গা বেজে ওঠে।

( ২)

ক্ষয়িষ্ণু

মুঠো ভরে তুলে রাখি স্মৃতি ভেজা পল
কিছু জমা করে রাখি হৃদ্ কোষাগারে
বাদবাকী ছুঁড়ে দিই খানিক অবজ্ঞায়
সময়ের উপচে পড়া ঘৃণ্য আস্তাকুড়ে।

জীবন মৃত্যুর মাঝে যত প্রেমধারা
বয়ে যায় নিরবধি অন্তর্প্লাবী সুরে
ফুলের নিঃশব্দ পতনের মত
কানপাতি অশ্রুত মূর্চ্ছনার পদসঞ্চারে।

যেখানে বিশীর্ণ নদী হারিয়েছে বাঁক্
পাড় হীন দু’টি পার একা বালুময়
বোবা কান্নার মত নিস্তব্ধ বাঙ্ময়
বেমানান টিকে থাকা ক্ষয়িষ্ণু শাখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *