২৮শে এপ্রিল বালুরঘাট থেকে বন্ধ গৌড় লিঙ্ক, শুধু চলবে প্যাসেঞ্জার ট্রেন

৩০শে ডিসেম্বর, বালুরঘাটঃ ১লা জানুয়ারী থেকে বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেস চালু হতেই ২৮শে এপ্রিল, বালুরঘাট থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে ২৩১৫৪ গৌড় লিঙ্ক এক্সপ্রেস। তবে বালুরঘাট থেকে মালদা পর্যন্ত একি সময়ে শুধু চলবে প্যাসেঞ্জার ট্রেন। যার মাধ্যমে জেলা বাসি গৌড় এএক্সপ্রেসের সুবিধা নিতে পারবে। রাত্রি কালিন সময়ে বালুরঘাট থেকে গৌড় লিঙ্ক এক্সপ্রেস বন্ধ হয়ে গেলে, পাকুড় রামপুরহাট নলহাটি শান্তিনিকেতন বর্ধমান রুটের সরাসরি কোন ট্রেন পরিষেবা থাকলো না। তাই যেসকল যাত্রীরা রাতে এই রুট ব্যাবহার করতে চাই তাদের জন্য মালদা বালুরঘাট প্যাসেঞ্জার ট্রেন ব্যাবহার করে মালদা থেকে গৌড় এক্সপ্রেস ট্রেনের সুবিধা গ্রহন করতে পারবার সুযোগ থাকছে। শুধু তাই নয় গৌড় ছাড়াও দার্জিলিং মেল কিম্বা পদাতিক এক্সপ্রেসের মতো অনেক ট্রেন মালদা টাউন স্টেশন থেকে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ গ্রহন করতে পারবে।

পাশাপাশি আগামী কাল থেকে ৩রা জানুয়ারী বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং করতে পারবে। ৩১শে ডিসেম্বর থেকে ০৩১৮২ বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেস ট্রেনের টিকিট ও ২রা জানুযারী শিয়ালদহ থেকে ১৩১৮৯ আপ ট্রেনের টিকিট বুকিং শুরু হলেও এই দিন থেকে ৩রা জানুয়ারীর টিকিট বুকিং বালুরঘাট থেকে বন্ধ ছিলো, একলাখি বালুরঘাট রেল উন্নয়ন ও যাত্রী সমাজ কল্যাণ সমিতির চেয়ারম্যান স্মৃতিশ্বর রায় কাটিয়ার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার চিঠি দিয়ে জানতে চাইলে তিনি জানান আগামী কাল থেকে সব টিকিট বুকিং শুরু হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *