ভালোবাসা – মন্দবাসা —- সাকিরা সুলতানা

ভালোবাসা – মন্দবাসা
——————————
সাকিরা সুলতানা

যে ভালোবাসায় উন্মত্ততা নেই, মন্ত্রমুগ্ধতা নেই, রোমাঞ্চকর কোন ব্যাপার নেই
তাকে আমি মন্দবাসা অথবা দৈন্যদশা বলি!
ছক কেটে আবেগের রুপান্তর ঘটে না; ছকবন্দী মন প্রাণহীন হয়ে পরে ।
একজন প্রকৃত প্রেমিক মন সবসময়ই চিরসবুজ!
একটি সত্যিকারের ভালোবাসায় সর্বাঙ্গীণ সৌন্দর্য উঠে এসে একে-অপরকে অকৃত্রিম বাঁধনে বেঁধে দেয়। ভালোবাসা প্রাণ পায়! মন্দবাসায় বসবাস রীতিমতো বিভীষিকা!
সারাক্ষণ মরিচীকার মতো যবনিকা!

Title :Bittersweet Love

In love, no frenzy, no crazy schemes,
No enchantment, no thrill-filled dreams.
I call it sadness or a state of low,
When passion’s fire starts to slow.

Emotions don’t twist, they stay the same,
The heart grows numb, like an idle flame.
A true love blossoms, pure and divine,
Binding souls together in a magical line.

Love finds beauty in every part,
Creating a bond, a work of art.
Love breathes life into our very core,
While sadness resides in a monotonous bore.

A stagnant pond, where sorrow resides,
No vibrant colors, just dull tides.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *