ঋণ—গীতশ্রী সিনহা

ঋণ

গীতশ্রী সিনহা

কত ঋণ,মাস্টারমশাই কেড়ে নিলেন বাড়ির বাইরে,
চেনালেন মানিক্য,বাক্য,শেকড়,
কোশে করে জল ঢেলে বললেন ;
মৌনব্রত নাও, নিরীক্ষণ করো…

হয়তো ম্লান বসেছিলাম অর্ধেক বিকেল
নদীতীর ধার দিল সন্ধ্যার আরাম …
উল্টো দিকে ছবি মুছে গেলে
উজান যাত্রায় ফিরে যেতে হলো…

একজন মুষ্টি অন্ন নিয়ে এলেন
তনু বাঁচাতে নিতে হলো শেষে
মণিবন্ধে কান পেতে শুনি অতপ:র
সার সার তন্ডুলের গান…

আকাশে মৌমাছির ঝাঁক
সাময়িক চন্দ্রাতপ বিরচনা ক’রে
চলে গেল গড়ে, নদীর ওপারে
ওদের গুঞ্জনে মধু
ঝরেছিল এই ভুঁয়ে, হাঁসের হৃদয়ে…
হাঁসিনীর কাছেও কিছু ঋণ হয়েছিল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *