শবরী যখন… ✒️✒️ শান্তময় গোস্বামী

শবরী যখন…

শান্তময় গোস্বামী

আজ খুব সকালবেলায় তোমায় দেখছিলাম…
শবরী !
ঘুমিয়েছিলে তুমি… তোমার এলোমেলো খোলা চুল
ছড়িয়ে ছিটিয়ে ছিলো বিছানায়… বালিশে !
বিস্রস্ত ছিলে তুমি তোমার তরঙ্গের নিস্তব্ধতায়।

আজ এক শান্ত বিকেলে পেয়ে গেলাম তোমায়… শবরী
তোমার সবুজে ঘেরা ব্যালকনিতে।
চা-দানিতে অপেক্ষায় ছিল উষ্ণ রঙিন তরল
বদ্রি পাখিগুলো মিথ্যেই তোমায় অভিযোগে রাখছিল
তোমার বুকের উত্তপ্ত… উৎসুক বিভাজিকা ভুলে
আঁচল গড়িয়ে পড়েছিল নিচে…

রাত এখন বেশ গভীর… শবরীর এলোমেলো আঙ্গুলে নীল ছিল অ্যান্ড্রয়েড
এক মায়াবী নীলাভ আলো নানান ব্যঞ্জনার আঁকিবুঁকিতে যেন
আশরীর মাইকেলঅ্যাঞ্জেলোর রিলিফ…
কি ভাবছে, নিজেই জানে না… খোলা পিঠ আর ভরাট নিতম্বে
কোমলতা আর স্পষ্ট পেলবতা হুড়মুড়িয়ে ছিল অগাধ।

তোমরা দূরে থেকো হিংস্র দৈত্য, অপদেবতা… জিন
প্রেত-নিষ্ঠুর দুঃস্বপ্ন আর বিষাক্ত সাপের মত অপ্রেম
দূরে থেকো তোমরা… শবরী বড়ো কোমল… বড়ো ভীরু
দ্যাখো, কেমন সুন্দর সে… কুল ছাপিয়ে ওঠে তার বুক…
হে শকুনপালক… তোমরা যারা তাবৎ হৃৎপিণ্ডের খবর রাখো…
কেবলই ঠুকরে খাও লালচে উষ্ণ শোণিত… তারা তফাৎ যাও

হে জীবন দেবতা…
শবরীর অবসর শান্ত ধীময়ি প্রেম দিয়ে পরমে রেখো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *