* সাহস * শম্পা দেবনাথ

রবিবারের কথা
* সাহস *
শম্পা দেবনাথ
” সাহস ” এমন একটা শব্দ যা প্রত্যেকেই অনুভব করতে পারে। সবাই এর অর্থ বোঝে।
এখন প্রশ্ন হল, সাহসী কাকে বলা যায় ?
সবাই কি সাহসী হয় ?
মানুষের নানা গুণের মধ্যে সাহস একটা বড় গুণ। কিছু না কিছু অল্প সাহস আমাদের সবার মধ্যেই বর্তমান।
সাহস না থাকলে নতুন কিছু আবিস্কৃত হয় না।
সাহস না থাকলে নতুন কিছু শেখা যায় না।
সাহস না থাকলে নতুন কিছু সৃষ্টি হয় না।
সাহস থাকলে ভয়কে জয় করা যায়।
সাহস থাকলে প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যাওয়া যায়।
সাহস থাকলে বাধার সম্মুখীন হওয়া যায়।
যেমন সৎ কাজের সাহস আর অসৎ কাজের সাহসের তফাৎ থাকে, তেমন ঘরে বাইরের সাহস কিন্তু আলাদা রকমের।
পরিবেশ পরিস্থিতি মানুষকে কখনও অস্বাভাবিক সাহসী করে তোলে সেটা ঠিকই, কিন্তু সেটা ব্যক্তিগত স্তরে। আবার কখনও সেই সাহসের দামও দিতে হয় এবং তা উদাহরণ হয়ে যায়। তা ব্যতিক্রম মাত্র।
কিন্তু সত্যিই কি সাহসী মানুষ আছে পৃথিবীতে ?
যেমন, অনেকেই বলেন, ” ঐ মানুষটার খুব সাহস। ” বা ” আমি কাউকে ভয় পাই না। ”
আবার, ” আমি উচিৎ কথা মুখের ওপর বলে দি ” ….
এরা কি প্রকৃত সাহসী ?
আমার মনে হয়, কিছু ব্যতিক্রমী মানুষ ছাড়া কেউই সাহসী নয়।
মানুষ ততক্ষণ সাহসী থাকে যতক্ষণ সে নিরাপদ দূরত্বে থাকে।
আমরা ছোটবেলায় ঝগড়া মারামারি করতাম তাদের সাথেই যাদের সঙ্গে কিছুটা লড়তে পারব। অনেক সময় বিপরীত পক্ষের শক্তির ধারণা না থাকায় এগিয়ে গিয়েও হেরে চলে এলে , পরেরবার আর সেই ভুল করতাম না। কারণ প্রেস্টিজ বড় বালাই।
আমরা রাস্তাঘাটে অনেকেই প্রতিবাদ বা কাউকে আচ্ছা করে কথা শুনিয়ে দেওয়া বা হাতা গুটিয়ে তেড়ে যাওয়া ততটাই করি , যেখানে আমি নিরাপদ। মানে আমার থেকে বিপক্ষ দূর্বল।
আমরা ছেলেমেয়েদের সাহসী হতে শেখাই ঠিকই, কিন্তু ততটাই, যতটায় তার নিরাপত্তা থাকে। বর্তমান দিনে মেয়েদের অবস্থা দেখলেই ব্যপারটা স্পষ্ট হয়ে যায়।
এবার, সাহসের কিন্তু কিছু দিক আছে। যেমন, যে মানুষটি পাহাড় জয় করল, যিনি মহাকাশে গেলেন, যে সৈনিক প্রতিকূল পরিস্থিতিতে আমাদের রক্ষার জন্য দাঁড়িয়ে, যে ডাক্তার- নার্স- এমন রিলেটেড মানুষ করোনার মত সময়ে এগিয়ে এসেছেন এবং এমন আরো দূর্গম অঞ্চলে কাজ করা মানুষ, নানাভাবে মানুষের পাশে দাঁড়ানো মানুষ কি সাহসীর তকমা পাবেন না ?
হ্যাঁ , অবশ্যই পাবেন। তাঁদের স্যালুট।
কিন্তু কথা হচ্ছে তাঁরা কিন্তু তাদের ঐ প্রফেশনে সাহস দেখিয়েছেন। কিন্তু ডামাডোলের দেশে ওনারা কিন্তু অন্য সাহস ইচ্ছে থাকলেও দেখাতে পারবেন না। যেমন আমরা কেউই পারি না। অপারগ সবাই।
মুখে বলা এক, কাজে করে দেখানো আরেক।
আমার মনে হয়, সাহসী তাঁরাই, যারা স্বাধীন। স্বাধীন তাঁরাই যাদের পিছুটান নেই। পিছুটান নেই তাদেরই যাদের হারানোর কিছু নেই।
আবার এর বাইরেও কিছু মহান মানুষ সব থাকা স্বত্বেও ঝাঁপিয়ে পড়েছেন দেশের, দশের সেবায় নিজের জীবন বিপন্ন করে।
আমি তাঁদেরই সাহসী বলি ও মাথা নত করে প্রণাম জানাই।
×××××××××