নববর্ষ ✒️✒️ কলমে -সুনৃতা রায় চৌধুরী ©
নববর্ষ
কলমে -সুনৃতা রায় চৌধুরী ©
বর্ষ গেল, বর্ষ এলো ঐ
আবহে আজ আগমনীর শাঁখ
চৈত্র নিশির বিদায় ধ্বনি শুনি
নব আশায় আসছে যে বৈশাখ
ফুরিয়ে গেছে রঙিন ফুলের মেলা
ছায়া হয়ে এলো নিবিড় কালো
দখিন হাওয়ায় লাগলো তাপের ছোঁয়া
নতুন সূর্য আনবে আশার আলো।
যে হৃদয়ে আঁধার বাসা বেঁধে
যে কবিতা হারিয়েছে তার ছন্দ
সমের জন্য যে সুর মরে কেঁদে
কাটবে তাদের সকল বাধা বন্ধ
সুর লাগবে পাখির কাকলিতে
নতুন সুরে মাতবে নতুন গানে
শুদ্ধ হবে এই ধরণীর ধূলি
অনলবর্ষী তপ্ত রৌদ্রস্নানে
কুঁড়ির মাঝে যে ফুল ঘুমের ঘোরে
নতুন করে ফুটবে তারা কুঞ্জে
চৈতী রাতের শেষ তারাটির আলো
মিলিয়ে যাবে নববর্ষের সূর্যে।
কলমে -সুনৃতা রায় চৌধুরী ©