বুনক ✒️✒️ জামিল হাদী

An indian street tailor sews with pedal machine at his work stall. Caricature. Sketch.
বুনক
জামিল হাদী
★
আমার বাবা, আমার দেখা শ্রেষ্ঠ দর্জি।
এমনই নিপুণ হাতের কাজ ছিলো তার।
নীরবতা ছিলো তার কাঁচি।
জীবনটা ছিলো গজ কাপড়।
প্রতিদিন সেই কাপড় থেকে আলোর জামা বানিয়ে,
রাশভারী মমতায়──
বেঁচে থাকবার প্রতিটি খালি গায়ে,
সেই জামা পরিয়ে দিতেন তিনি।
গলায় পেশাদার খলিফার মতো ঝুলে থাকতো হিসেবের ফিতে।
আমাদের প্রত্যেকের শেকড়ের মাপ── ঐ ফিতেটার মুখস্ত ছিলো।
হাত দুটো সেলাই মেশিন ছিলো তার।
আমরা ছিলাম সুতো।
বাবার বানানো তৈরি-পোশাক হয়ে ঘুরেফিরে বেড়াচ্ছি পৃথিবীতে। আমরা প্রত্যেকজন।
বাবার মতো নামকরা দর্জি হতে খুব ভয় হয়।
এতোবড় কীর্তিমান হওয়া কি সম্ভব
যে তার কৃতিত্বের ছাইটুকুও বাটোয়ারায় বিলিয়ে দিয়ে গেছে!