বুনক ✒️✒️ জামিল হাদী

An indian street tailor sews with pedal machine at his work stall. Caricature. Sketch.

বুনক

জামিল হাদী

আমার বাবা, আমার দেখা শ্রেষ্ঠ দর্জি।
এমনই নিপুণ হাতের কাজ ছিলো তার।
নীরবতা ছিলো তার কাঁচি।
জীবনটা ছিলো গজ কাপড়।

প্রতিদিন সেই কাপড় থেকে আলোর জামা বানিয়ে,
রাশভারী মমতায়──
বেঁচে থাকবার প্রতিটি খালি গায়ে,
সেই জামা পরিয়ে দিতেন তিনি।

গলায় পেশাদার খলিফার মতো ঝুলে থাকতো হিসেবের ফিতে।

আমাদের প্রত্যেকের শেকড়ের মাপ── ঐ ফিতেটার মুখস্ত ছিলো।

হাত দুটো সেলাই মেশিন ছিলো তার।
আমরা ছিলাম সুতো।

বাবার বানানো তৈরি-পোশাক হয়ে ঘুরেফিরে বেড়াচ্ছি পৃথিবীতে। আমরা প্রত্যেকজন।

বাবার মতো নামকরা দর্জি হতে খুব ভয় হয়।

এতোবড় কীর্তিমান হওয়া কি সম্ভব
যে তার কৃতিত্বের ছাইটুকুও বাটোয়ারায় বিলিয়ে দিয়ে গেছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *