“ভালো থেকো” ** মন্দিরা মুখার্জী (ব্যানার্জী)
“ভালো থেকো”
***************
মন্দিরা মুখার্জী (ব্যানার্জী)
সবটুকু গেছে চলে
জীবনের অভিশাপ-
চলছে যে কতদিন
জেগে থাকা বহু রাত,
প্রতিদিন একটু একটু করে ভাঙি গড়ি,
তবু ভেঙে পড়ি না!
মুঠো মুঠো আলো আকাশের বুকে,
সেখান থেকে একমুঠো আলো আনতে চাই!
কিন্তু আলো যে ঢেকে দেয় ,
একখণ্ড কালো মেঘ এসে,
সুখ হারিয়ে যায় অন্ধকারের মাঝে!
আঁধারের বিষাদ রাত ছিঁড়ে ফেলে রক্তাভ ক্রোধ,
হলুদ খামে আসে আলোর চিঠি ,
পৃথিবীর ডাকঘরে!
পাহাড়ের চূড়ায় আছে আকাশের বাতিঘর ,
তুমি তো কৃপণ নও।
কোনোদিন কিছুই চাইনি আমি,
তবুও চলবো আলোর খোঁজে!
তুমি একটু আলো ছড়াও আমার যাত্রা পথে,
হয়তো আলোর সন্ধানে
একটু ভালো থাকার প্রতীক্ষা !
********•••••••********