মিছরির ছুরি ✒️✒️ সোমা কোলে

মিছরির ছুরি
কলমে সোমা কোলে

মুখে বুলি, আমি জনগণের দাস
ভিতরে তীক্ষ্ণ ফলার ধার
এরাই নাকি যুধিষ্ঠিরের দল
কথার খেলাপ এদের কারবার!!

মুখোশ মুখের রং বদলায়
রক্তে খেলে হোলি
ওজন দাঁড়ির পাল্লায় মনুষ্যত্ব
তুমি আমি বলি।

সকাল এখন আরও অন্ধকার
যাচ্ছি কোথায় নেমে
‘লজ্জা’ও এখন মুখ ঢাকছে
আড়াল খোঁজে শরমে।

গনতন্ত্র নেমেছে নতুন খেলায়
মানুষ মারার কল
মান আর হুঁশ সব হারালো
প্রাণটাই এখন সম্বল।

জুজুর ভয়ে সবাই গর্তে
সবাই আড়াল সন্ধান
শেষে নাকি সবার ভালোই হবে!!
জয় জনতা জনার্দন!!!

বেড়ালের গলায় ঘণ্টা বাঁধতে
কেউ হবো না রাজি
গনতন্ত্র দিয়ে পরি গলায় ফাঁস
রাখি জীবনের বাজি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *