অমৃতাত ———— মধুমিতা ঘোষ

অমৃতাত

————

মধুমিতা ঘোষ

মৃত্যু – তুমি কি সত্যি ই নিষ্ঠুর

বেঁচে থাকার অধিকার কেড়ে, ভয়ঙ্কর লুকোচুরি খেলো জান্তব উল্লাসে

তোমার বুকে কি জীবনের মানচিত্র আঁকা আছে

যুগ যুগান্ত ধরে তুমি বীজের শরীরে অন্য এক বীজ

তোমার চরিত্র বিশ্লেষিত হয় দার্শনিক দৃষ্টিভঙ্গিতে

মৃত্যু – তুমি কি মৃত্যুর মধ্যেই নির্লিপ্ত থাকো

নিরবয়ব শূন্যতাই আসল মুখ?

ওহে কবি –

আমি জীবন জগতে ছড়িয়ে থাকা নিপুণ শিল্প, শান্তির এপিটাফ

মনের চলাচলে নিশ্চিতভাবে জন্মাই ভ্রুণের সারাংশে

অলীক বাস্তবতায় যৌবনের খেলাতেই অন্তর্জলী

তিন সত্যিতে আমায় চিনতে গেলে আতুরঘরের ত্রিমাসিক চিত্রে,একাকী অক্ষরে …

জন্মের রহস্য বুঝতে হবে অশরীরী গন্ধে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *