মার্চ থেকে বালুরঘাট বিমানবন্দর থেকে উড়ান চালু করতে চলেছে ভদ্রা এয়ারওয়েজ

২৩শে ডিসেম্বর, দিল্লীঃ সবকিছু ঠিক থাকলে মার্চ থেকে সম্ভবত বালুরঘাট বিমানবন্দর থেকে উড়ান চালু করতে চলেছে ভদ্রা এয়ারওয়েজ। ইতিমধ্যে ভদ্রা এয়ারওয়েজের সঙ্গে AAI এর যাবতীয় চুক্তি সম্পূর্ন হয়ে গেছে বলে সুত্রের খবর। প্রাথমিক ভাবে বালুরঘাট কোলকাতার মধ্যে চলবে  ভদ্রা এয়ারওয়েজের ATR 72 বিমান। যেখানে ৫০ থেকে ৬০ সিটের যাত্রী পরিষেবা পাওয়া যাবে বলে জানাযাছে, যেখানে বিমান ভাড়া আনুমানিক ২০০০ থেকে ৩০০০ টাকার আশেপাশের থাকবে বলে জানাযাছে, যেখানে বালুরঘাট থেকে কোলকাতা পৌছতে সময় লাগবে মাত্র ৫০ মিনিট, এমনটাই জানাগেছে ভদ্রা এয়ারওয়েজের পক্ষ থেকে। সিভিল এ্যাভিয়েশন এর সঙ্গে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেই ভদ্রা এয়ারওয়েজ এর বিমানকে মার্চ থেকেই উড়তে দেখা যাবে বালুরঘাট বিমানবন্দর থেকে। এতে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদা জেলার মানুষের ব্যাপক সুবিধা হবে যেমন তেমন হিলি হয়ে যেসব যাত্রী বাংলাদেশ থেকে এই দেশে আসছে তাদেও অল্প সময়ে কলকাতা পৌছতে সুবিধা হবে। বালুরঘাট কলকাতা রুটে বিমান পরিষেবা লাভজনক হলে মনে করা হচ্ছে ভবিষ্যতে বালুরঘাট বিমানবন্দর থেকে উড়তে পারে দিল্লি চেন্নায় রুটের বিমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *