“প্রেম না’কি পাপ” 🖊️মৌসুমী মন্ডল তৃতীয় পর্ব……

“প্রেম না’কি পাপ”

🖊️মৌসুমী মন্ডল

তৃতীয় পর্ব……

সেদিন রাতে ওদের মধ্যে তুলুল ঝগড়া হয়।রাগ করে প্রদীপ্ত নিজের বিছানা আলাদা করে নেয়।মেয়ে তিতলি ও মায়ের সাথে ভালো করে কথা বলে না।

কিন্তু এত কিছুর পরেও অনুশ্রী র মধ্যে কোনো পরিবর্তন নেই।সে অর্ক প্রভকে ফোন করে বলে
….অর্ক তুমি আমাকে নিয়ে যাও তোমার কাছে।আর পারছিনা আমি তোমাকে ছেড়ে থাকতে।
…..সেটা হয় না শ্রী।তুমি তো জানো আমি বিবাহিত।আমার একটা ছেলে আছে।সংসার ভাঙ্গা সম্ভব নয় আমার পক্ষে।
……তাহলে কেন এসেছিলে আমার কাছে?
একদিন অর্ক প্রভ স্নানে গেছে।ঠিক সেই সময় অনুশ্রী কল করে।অর্ক প্রভর স্ত্রী ফোন রিসিভ করতে অনুশ্রী তাকে তুমুল গালাগালি দিয়ে বলে,”অর্ক আমার,শুধু আমার।তুমি কেন ওকে ছেড়ে চলে যাচ্ছ না?”
এর পর থেকে অর্ক প্রভ অনুশ্রী কে এড়িয়ে চলতে থাকে।
কিন্তু অনুশ্রী তখন ক্ষিপ্ত বাঘিনী হয়ে উঠেছে।যে কোনো উপায়ে ফিরে পেতে চায় অর্ক প্রভকে।
অথচ প্রদীপ্তকে বলে সে আর কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত নেই।প্রদীপ্তও স্ত্রীকে অবিশ্বাস করে না।
সেদিন ছিল অনুশ্রী আর প্রদীপ্তর পঁচিশতম বিবাহবার্ষিকী।অথচ অনুশ্রী র মনেই নেই।প্রদীপ্ত
অফিসে বেরিয়ে যেতেই ও অর্ক প্রভকে ফোন করে বলে ,
…..প্লিজ অর্ক আজ একবার আমার বাড়ি এসো
…….আমি তো অফিসে।একটা জরুরী মিটিং আছে।
…….আমি কিচ্ছু শুনতে চাই না।প্লিজ আজ একটি বার তোমার আদরে আমাকে আপন করে নাও।
অনুশ্রী খুব কান্নাকাটি করতে থাকে।
……ঠিক আছে কেঁদো না।আমি যাচ্ছি ঘন্টা খানেক পরে।
অর্ক আসতেই শ্রী তাকে জড়িয়ে ধরে আদরে চুমুতে পাগল করে তোলে ।
এদিকে প্রদীপ্ত অনুশ্রী কে সারপ্রাইজ দেবে বলে ফুলের তোড়া নিয়ে তিনটে নাগাদ বাড়ি ফিরে আসে।
ইচ্ছে করেই ডোর বেল না বাজিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটে ঢোকে।
কিন্তু বেডরুম থেকে শীৎকার শুনে থমকে দাঁড়ায়।
দরজা সামান্য ফাঁক করতেই অনুশ্রী আর অর্ক প্রভ কে সংগমরত দেখে প্রদীপ্তর পায়ের তলার মাটি সরে যায়।
ছিঃ ছিঃ তারই বিছানায় তার ব্যাভিচারিণী স্ত্রী অন্য পুরুষের সাথে সঙ্গম রত।
যেমন নিঃশব্দে এসেছিল,তেমন ই নিঃশব্দে অন্য ঘরে গিয়ে অনুশ্রী কে হোয়াটস অ্যাপে লেখে “ব্যাভিচারিণী স্ত্রীর স্বামী হওয়ার থেকে মৃত্যু বরণ করা অনেক সম্মানের “।
ঘন্টা খানেক পরে পাশের ঘর থেকে প্রদীপ্তর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
অনুশ্রী ছাড়া কেউ জানলো না প্রদীপ্তর মৃত্যুর আসল কারণ।সকলে জানলো অফিসের অত্যধিক চাপ সহ্য করতে না পেরে প্রদীপ্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
প্রদীপ্ত তো না হয় মরে অসম্মানের হাত থেকে বাঁচল।
কিন্তু অনুশ্রী?এই স্বেচ্ছাচারী,ব্যাভিচারিণী র কি শাস্তি প্রাপ্য???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *