স্নান ✒️ কবি গীতশ্রী সিনহা

স্নান

কবি গীতশ্রী সিনহা

চানঘরে নারীর শরীর স্নানধারা
আশ্লেষে জড়িয়ে ধরে , মুছে দেয় শ্লীল – অশ্লীল সীমা
যেসব রন্ধ্রে কোন স্পর্শ নামেনি কখনো,
জল সব জানে, গোপনে কানে কানে প্রলোভন শোনায়
সমুদ্রের কথা, ভেসে যাওয়ার কথা বলে ।
তোমার শরীর বল্কলের মতো ঘিরে রাখে জল ।

চানঘরের গান

শান্তময় গোস্বামী

(প্রমিতা কবি গীতশ্রী সিনহার এক অনন্য কবিতা… “স্নান” এ অনুপ্রাণিত হয়ে… কবির একান্ত প্রশ্রয়ে!)

চুপিচুপি জানাই… আজ আরও একবার মুগ্ধ হতে চাই।
এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণাজলের নীচে লুঠে নেওয়ার –
আজ দেখি চানকাল পেরিয়ে চলেছি দিনে দিনে… রন্ধ্রস্পর্শে!

জল সব জানে… আশ্লেষে ছুঁয়ে ছুঁয়ে জানা সবটুকু গভীরতা
উস্কানি দেয় সাগরের অসীম উচ্ছলতায়…
সবটুকু প্রলোভন ঢেলে দেয় কানে।

চানঘর দেখুক, এই তীব্র জলজ ফোয়ারার সামনে তুমি আলুলায়িত
সভ্য নগ্নিকাদের অনাবিল আগুনে স্তম্ভিত করে রেখে
এক উন্মাদ কবির সঙ্গে স্নান করছো অপ্রকাশ্য ঝর্ণায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *