#কবিতা_বিভাজন” …✍🏽স্মৃতি মল্লিক সাহা

#কবিতা_বিভাজন”
…✍🏽স্মৃতি মল্লিক সাহা

ছুটছে পৃথিবী দিনরাত গুলো ক্রমশঃ সরে যাচ্ছে পিছনের আঁধারে,
একদল নিঃস্ব কলম এঁকে দিয়ে যাচ্ছে কবিতার ঠোঁটে।

সামাজিক অবক্ষয়ে কাল , পল পল পুড়ছে বেহিসাবী মেঘেরা …
আশ্চর্য হতাশা আর চরম দুর্দশার ঘনান্ধকার , নাভির নোনতা স্বাদে টেনে রাখা বৃষ্টি সাঁকো।

যদি নিষ্পাপ চোখেও দেখি ,
সূর্যের আলোয় জেগে থাকে বন্ধ্যা ভূমি ।
ঢেকে দাও সোনালী রঙে পোড়া দাগ , আয়নার ভিতর ঢুকে পড়ে কালো রাক্ষসের মুখচ্ছবি!

উদার আকাশে এতো বিভাজন কেনো ?
মানুষ হয়ে মানুষকে উঠতে না দিয়ে টেনে নামায় বিবরের কাঁকড়ার মত? লাস্যময়ী রাতে পতঙ্গেরাই লোভী …!

কোন মানসাঙ্কে মাপা যায় সাদা কালো জমা মেঘের ঘনত্ব ?

বেদ বিধি শৌচাচার মেনে উচ্ছিষ্ট প্রসাদ ভেবে খাই ।
ব্রাহ্মণ হোক বা ক্ষত্রিয় ,
কে আছো আকাশ জলে স্বচ্ছ।
মানুষের অধিকার করে বঞ্চিত ,
তোমাদের যত যাগযজ্ঞ .. .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *