জীবন সুন্দর ✒️✒️ শান্তময় গোস্বামী

জীবন সুন্দর

শান্তময় গোস্বামী

জীবন সুন্দর…
চলে যাওয়া মানে কোনকিছু হারিয়ে ফেলা নয়… বিচ্ছেদ নয়!
চলে যাওয়া মানে অসময়ের নোনতা জলে ভেজা রাত নয়
চলে গেলে তোমারও অনেক কিছু থেকে যাওয়া
আমার অনেক না-পাওয়া জুড়ে।
চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকেই…

জীবন সুন্দর…
আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র
সবুজ সম্পর্কে ঘেরা এই সমাজ সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই সবাইকে নিয়ে বেঁচে থাকা
বিশ্রাম নিচ্ছি, আব্বুলিশ বলছি আর আবার দৌড়াচ্ছি
এক ঘোরের মধ্যে বালি, নদী, পাহাড় সব পেরিয়ে যাচ্ছি…

জীবন সুন্দর…
জীবন এখন আরও সাবালক… পোড় খাওয়া।
পুড়তে পুড়তে শক্ত হওয়া এই জীবন কেই বা চেয়েছিল?
আমার কষ্টেরা এখন বেশ বহাল তবিয়তেই… ফাঁকায় হেলান দিয়ে
দেখে আমার যাপন… আমার গোল গোল নিয়মমাফিক খেলা।
এখন জীবনকে আমি কিছুটা ক্ষমা করি আর জীবন কিছুটা আমাকে।

জীবন সুন্দর…
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!
বিদায় এসে দাঁড়ায় রোশনাইয়ের আলো মেখে
পিঠে নরম পালকের ছোঁওয়া দিয়ে দেবদূত এসে দাঁড়ায়
বলে… চলো… তোমার জন্য পালকি এনেছি!
এখন এক শরীরে দু’জনের বেঁচে থাকা
অনন্ত, অবিরাম মুহূর্তের লাবডুবের ডুবে যাওয়া, ভেসে ওঠা।

জীবন সত্যি সুন্দর…
শুধু শেষ বোঝাপড়ার অঙ্কুরোদ্গমের অপেক্ষায় মুহূর্তের জপমালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *