ঘটনা, রটনা এবং তারপর ! / উপন্যাস প্রথম পর্ব

ঘটনা, রটনা এবং তারপর ! / উপন্যাস
প্রথম পর্ব
————-

কুমকুম চক্রবর্তী
****************

কখন, চোখ লেগে গিয়েছিল সে জানেনা!
সকালে ঘুম থেকে উঠে,টের পেল মাথায় ভীষণ যন্ত্রণা!
ঘটনাটা মনে পড়লে, এখনও গা গুলিয়ে বমি আসছে যাজ্ঞসেনীর!
বাবাকে,সুচেতা আন্টির সঙ্গে,ঐরকম দৃশ্যে দ্যাখার পর থেকে, সে নিজেকে কিছুতেই সুস্থির রাখতে পারছেনা__ আর রাখবেই বা কি করে!
যেটুকু ঝলক সে দেখেছে সেটুকুই বারবার করে,চোখের সামনে ভেসে উঠছে, সে চোখ খোলা বা বন্ধ যাই থাক!

গতকাল থেকে যাজ্ঞসেনী মায়ের চোখেও চোখ রাখেনি, বাবার ধারেপাশেও যায়নি__যদিও বাবা জানেনা যে, সে সবকিছুই দেখেছে!
কতোদিন ধরে চলছে ওদের এই ব্যাপার?
মা-কি কিছু জানে এই বিষয়ে?
অনেক অনেক প্রশ্ন মাথায় ভিড় করে আসছে তার।

সুচেতা আন্টি তাদেরই ফ্ল্যাটে ফোর্থ ফ্লোরে থাকে,
যাজ্ঞসেনীরা থাকে সেকেন্ড ফ্লোরে….।

যাজ্ঞসেনী,মা বাবার ওনলি চাইল্ড, বাবার খুবই আদরের। সে তার যতো মনের কথা, যতো আবদার,বায়না, ব্যথা ,যন্ত্রণা এমনকি আঠারো বছরের জীবনে ঠকে যাওয়া, জিতে যাওয়া সবকিছুই তার বাবা যুগান্তিক বসুরয়ের সাথে শেয়ার করে!
গতকাল রাতে,তার দরজায় বাবা অনেকবার নক্ করেছেন,অনেকবার তার নাম ধরে ডাকাডাকি করেছেন! যাজ্ঞসেনী বাবার গলার আওয়াজে,শামুকের মতো আবরণের আড়ালে লুকিয়ে থেকেছে!
এখন তার ভীষণ ভীষণ কান্না পাচ্ছে, কান্নাটা রাগের, দুঃখের নাকি অভিমানের যাজ্ঞসেনী নিজেই জানেনা!

(ক্রমশঃ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *