কবিতা : অসুররাজের আত্মবিলাপ ✒️নীহার কান্তি মন্ডল

কবিতা : অসুররাজের আত্মবিলাপ
(অসুর উপজাতির মানুষের মধ‍্যে যুগ যুগ ধরে বয়ে চলা দৃঢ় বিশ্বাস অনুসারে লেখা )
🖊নীহার কান্তি মন্ডল

আমি ছিলেম এই সুজলা সুফলা ভূখন্ডের রাজা
আর তুমি বহিরাগত বারবনিতা —
লাস‍্যময়ী সুন্দরী এক নারী
তোমার ছলনায় তোমার প্রেমে
মাতোয়ারা হলাম আমি।

রাজকার্য ভুলে মত্ত হলাম তোমার প্রেমে।
প্রেমানলে দগ্ধ আমাকে নিরস্ত্র অবস্থায়
খুন হতে হলো বিনাযুদ্ধে বিনা প্রতিরোধে।
কুটিল নাট‍্যকারের অঙ্গুলি হেলনে
পাশার চাল গেল উল্টে —–
তুমি হলে বারবনিতা থেকে আরাধ‍্যা দেবী
আর আমি প্রজাবৎসল রাজমর্যাদা হারিয়ে
হয়ে গেলাম এক খলনায়ক।

তোমার ছলাকলার কাছে
হেরে গেল আমার নিষ্পাপ ভালোবাসা।
আজও আমি লাঞ্ছিত পদদলিত।
আমার স্বজাতি-জ্ঞাতি উত্তরপুরুষের কাছে
আজ আমি ঘৃণ্য।
পূর্বপুরুষের মর্যাদার অলিখিত ইতিহাস ভুলে
গভীর চক্রান্তে আজ তারা
তোমারই বন্দনায় উন্মত্ত।
এখানেই বিজয়ী হয়েছে
পর্দার আড়ালে থাকা চতুর নাট‍্যকারের দল।
এক সময়ে আমরা দুজনেই মানুষ ছিলাম
আজ আর তুমি আমি নই তো মানব
আজ তুমি দেবী — আর আমি দানব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *