ছিঁচকে খেলা ✒️✒️ গীতশ্রী সিনহা

ছিঁচকে খেলা

গীতশ্রী সিনহা

প্রশ্ন এখন একটাই , স্বপ্ন নিজে দেখবো
না অন্য কেউ দেখালে তবেই স্বপ্ন দেখবো !
স্বপ্ন দেখানোর খেলা এখন বিস্তর … তীব্র ধাবমান
স্বপ্নের ঘোর কাটতে দেখি আস্ত আকাশ বিপর্যস্ত প্রতিবাদের হুংকার তোলে ——
ফলন্ত ধানের জমিতে পুলিশের বুটের দাপাদাপি,
রক্তাক্ত লাশ…
ফলনের জমিতে
বিষাক্ত কাঁদানে গ্যাসের অন্ধকার , লাঠিতে লাঠিতে
রক্তের আশমান …
খিদের মিছিল, হত্যা -আত্মহত্যার মিছিল ,
অনাহার ও অপুষ্টির মিছিল ,
সে মিছিলে আমাদের অতি চেনা জানা কোনও
রক্ত পতাকা নেই —–
বিশ্বাস কল্পনা স্বপ্ন পথেঘাটে উদোম নৃত্য প্রদর্শনীর সুড়সুড়ি নোখের ডগায় …
আছে … আছে… ভালোবাসা বা প্রেম যে-নামেই ডাকো তাকে, তার খোলস আছে ! এখন তো প্রেম দৌড়ে বেড়ায় ডালে ডালে পাতায় পাতায় ফুলের মতো রংবেরঙের ফেস্টুনের আকারে !
হা হা, হাসি পায় যখন বলতে শুনি ! … ” অনেক লম্বা হাত, পকেট ভর্তি মালকড়ি, বোকাসোকা মানুষ সহজেই লটকে যাবে “…
এই শোনো, ” তোমাকে না ছাড়লাম ! ভালো মানুষের জায়গা নেই ! তোমার থেকে যা পাওয়ার নিংড়ে নিয়েছি, এ-ই টুকু তো দৌড় তোমার “!
বাঃ চমৎকার ! আব্রু টুকু অবলীলায় খুলতে শিখেছে , সিঁড়ি তৈরির কারখানার কর্মশালা, দ্রব্য প্রস্তুতি চলছে হাতেগরম… রক্তমাখা সময়ের গায়ে আঁচড়ের দাগগুলি আরও বলিষ্ঠ হয়েছে তীব্র লোভের খিদের ফাঁদে … বালিকা-সাজা মধ্যবয়েসী ফ্যাশান শো-র সার্কাস !
” এবার তোমরা দ্যাখো , সাধারণ মানুষ আর আমাকে ছুঁতে পারবে না… আমি বিখ্যাত জনপ্রিয় ব্যানারের নীচে হোলিউৎসব বানাচ্ছি… ”

হঠাৎ প্রকান্ড ঝনঝন শব্দে একত্রিত হলো দর্শক শ্রোতা, চমক লাগে দেখে, ট্যাবলেট – খাওয়া রুগ্ন নগ্ন পায়ে সিঁড়ি বেয়ে নিরস্ত্র কঙ্কালের পথে নামা ছবি নির্বান্ধব একাকী পাহাড়তলির গুহার অন্ধকারে…
কোনো এক ক্ষয়ে যাওয়া আশ্রয়ের দিকে…প্রান্তিক ভোগ শেষে অপূর্ণ নির্মাণ থেকে উঠে আসে ………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *