কবিতার জন্মদিন। ✒️✒️ কলমে-ছন্দা চট্টোপাধ্যায়।

কবিতার জন্মদিন।
কলমে-ছন্দা চট্টোপাধ্যায়।

কবিতার জন্মদিন?কবিতা-দিবস!!
কবি তো সৃষ্টি করেন না কবিতাকে,বরং কবিতাই জন্ম দেয় তাঁকে।
কালিদাস,বাল্মিকীর আগেও উচ্চারিত কিছু মন্ত্র হয়েছিল উৎসারিত।
আশ্চর্য প্রকৃতিকে মন্ত্রে সুরে বন্দনা করতে বাধ‍্য হয়েছিলেন যোগী,ঋষি,ধ‍্যানী মুনি ও জ্ঞানী।
অতএব কবি সৃষ্টি করেন না কবিতাকে,বরং তাঁকেই জন্ম দেয় কবিতা।

যে ঠাকুরের পূজার পর্বে খুঁজে পাই প্রেমকে,আর প্রেমের পর্বে পূজা–
সব মিলে মিশে যায় অনুভবে,–
নব নব ঋতুতে ভালোবাসা ছড়িয়ে পড়ে বর্ষার নীল নবঘনে,
গগনে গগনে আপনার মনে।
বসন্ত শিমূল পলাশের আবীর ছড়িয়ে হয়ে যায় রঙিন— কবির কলমের সনে।

অথবা হাজার বছর ধরে পৃথিবীর পথে হেঁটে আসা সেই ক্লান্ত নাবিক,
চোখে যার সিংহল সমুদ্র থেকে মালয় সাগরের উত্তাল ছবির অন্ধকারের রেশ–
সেই-ই সংক্রমন ছড়ায় কবির মনে কবিতায় স্বদেশ।
বাংলার মুখ দেখে বাচিকশিল্পী,ফিরে আসতে চায় জ‍্যোৎস্না প্লাবন রাতে,
ধানসিঁড়িটির অথবা গাঙুরের তীরে।

আবার বিশ্ব জুড়ে অশান্ত যে পরিস্থিতি,
খুন,ধর্ষণ,যুদ্ধ,—বোমা-বিস্ফোরণ,
আকাশ বিদীর্ণ করা কচি কন্ঠের আকস্মিক আর্তনাদ-“মাআআ”- নাড়িয়ে দেয় কবিকে।

ব‍্যথিত কবির হাতে ঝলসে ওঠে কলম শানিত অসির মতো,
কারো হাতে মশাল জ্বলে দাউ,
কবির যে কিছু দেওয়ার আছে সমাজকে,কিছু বার্তা,
নিরস্ত্র কবির কলমই ভরসা।
কবিতার দিবস পালনে ক্ষুদ্র এ কলমের উপহারটুকু ফাউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *