আজ যাকে সবথেকে বেশি প্রয়োজন — হে বীর কলমে — সরমা দেবদত্ত

আজ যাকে সবথেকে বেশি প্রয়োজন

— হে বীর
কলমে — সরমা দেবদত্ত
———————-🙏🙏🙏🙏🙏💐

হে বীর!!
তোমায় স্মরণ করি আনতমস্তকে,দেশ মাতার বীরপুত্র বীর সৈনিকে
মানবসেবাই দেশসেবা -তুমি ছাড়া একথা শেখায় কে বা
ছদ্মবেশে ঘর ছাড়লে ছাড়লে আপন মা
শেখালে ভীরুতা ও কাপুরুষতায় স্বাধীনতা আসে না
রক্তের বিনিময়ে স্বাধীনতা দেবে করলে অঙ্গীকার
সেকথা আজও রয়েছে লেখা হৃদয়ে সব্বার
স্বাধীনতা আমরা পেয়েছি বটে পরাধীন নই মোটে
তবু আজও কেন এত রক্ত ঝরে গলি থেকে রাজ পথে?

এই কী ছিল কাঙ্খিত স্বাধীনতা? হলে বিস্ময়ে বিমুখ!
এ কোন স্বাধীনতার মোড়কে আঁটা পরাধীনতার মুখ
এ মিথ্যে স্বাধীনতায় খাবি খাচ্ছে ভারতবাসী
রুদ্ধশ্বাস আর বিষাক্ত বাতাস নাভিশ্বাস উঠেছে আজি

দেশমাতার হৃদয়ে তোমার আসন আজও বিষন্নতায় শূন্য
কাঁদিছে মাতা আকুল আহ্বান -স্বমহিমায় করো পূর্ণ
হয়তো সেদিন আসবে ফিরে দুচোখ চেয়ে আছে পথ
বল্গা বিহীন দুরন্তঘোড়া ছুটিয়ে বিজয় রথ
মঙ্গল ধ্বনি আর শঙ্খ নিনাদে মাতিয়ে আকাশ বাতাস
দামল ছেলে ফিরবে ঘরে চোখেতে মায়ের আশ্বাস

কেমন হয় স্বাধীনতা ভুলতে বসেছে ভারতবাসী
এদেশ তোমায় ভোলেনি কোনদিন ভুলবে না প্রিয় ‘নেতাজী ‘🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *