মগজ সংস্কার ✒️✒️ দুলাল কাটারী

মগজ সংস্কার
দুলাল কাটারী
কত পুকুর-দিঘির সংস্কারে মেতেছো হে!
মেতেছো কত না যতনে ঘরবাড়ির সংস্কারে!
কত আধদামড়া মহাপুরুষকে মাঝে মাঝে মৃদুস্বরে বলতে শুনেছি ‘সমাজেরও তো হয়েছে যথেষ্টই সংস্কার!’
কত টিঁকি আর দাড়িওয়ালা দারোয়ান
মাঝরাতে দুঃস্বপ্নে ঘুম ভেঙে চিৎকার করে বলে ওঠে
না। না। আর নেই দরকার ধর্মগ্রন্থের সংস্কার।
তারা বিচার করে বুঝেছে,
যদি হয় ধর্মের সংস্কার
শূন্য হবে তাদের পূর্ণ ভাঁড়ার,
টান পড়বে পেটে,
মেদ ঝরবে খেটে,
পাট চুকে যাবে পৈতৃক ধর্ম ব্যবসার।
অগ্নিতে ঘি সংযোগে মানবতার বুকে হিংসার ক্ষতে
বিভেদকরণের রাজনৈতিক চিন্তাধারর স্রোতে
আজ দগ্ধ জীবন, দগ্ধ জীবিকা, দগ্ধ চিন্তাধারা।
হিংসা-বিভেদের বর্জ্য মুক্ত সমাজ পেতে
বল্ রে সবাই এক কন্ঠে
কর্ণকুহরে বাজিয়ে উত্তাল ঝংকার
সবার আগে দরকার মগজের’ই সংস্কার।