কবিত্রী নই। তবুও দিলাম কবিতারই আকারে ✒️✒️ বাবিয়া মিত্র নন্দী।

বিয়ের পরের ভালোবাসা নাকি বিয়ে না করার জন্য অন্য অজুহাত! (কমিটমেন্টে যেতে চায় না মন)

কবিত্রী নই। তবুও দিলাম কবিতারই আকারে(মনের আত্মোপলব্ধি)
বাবিয়া মিত্র নন্দী।

দায়িত্ব, কর্তব্য,একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা।
এ যে বড়ই বালাই
একবার এতে ঢুকে পড়লে
ভালোবাসা বলে চলো নিই বিদায়ী
সংসার বড় বিষম বস্তু
মন বলে দে চম্পট।
চল একাই কেটে পড়ি
ভালোবাসা কে
জানাও টাটা বাই বাই।
অনেক হয়েছে কাব্যগাঁথা,
কে বয়ে বেড়াবে
জীবনের এতসব কমিটমেন্ট।
এর থেকে দাও মোরে মুক্তি।

ভালোবাসা নিয়েছে আজ দীর্ঘকালীন ছুটি।
আরে গুরু! ওটা তো একটা ইমফ্যাচুয়েশন ছিল
দূর থেকে ভালোবাসাটাই বেশ ভালো ছিলো
আকাশ কে ছুঁলে পরে তাঁর প্রতি আকর্ষণ কেমন
ঘেঁটে যায়।
চাঁদ কে ভালো লাগে ভরা পূর্ণিমায়
ভালো লাগে চাঁদের জোৎস্নাকে।
তা বলে চাঁদের দুঃখে জ্বলতে কেই বা চায়!
চাঁদ তুমি এভাবেই গান হয়ে,কবিতা হয়ে তাল ছন্দ
মিলিয়ে মিলিয়ে সেতারই বাজাও।

তোমায় ছুঁয়ে দেখেছি আ হা মরি কিছু নও।
একসময় বসন্ত ছিলো।
আজ বড় শীত।
থেকে থেকে মন কে দাও তুমি পীড়া
গাও দুঃখেরই গীত
তুমি আর থেকো না আমার কাব্যে
তুমি বরণ দূর থেকেই বিলাও তোমার জোছনা
তোমার সাথে আড়ি করেছি,দোহাই তোমার
এমন করে কিছু ভেবো না।।

বিঃ দ্রঃ (সকলের জন্য নয়।আসলে আমরা একুশ শতকে যে কোনো সম্পর্কে সারাজীবন এর কমিটমেন্ট টা অনেকেই চাই না।এটা তাঁদের জন্য।
কেন চাই না।ভালোবাসা টা প্রেম পর্যায়ে না দেখে দায়িত্ব কর্তব্য এগুলোর কথা ভাবলে গায়ে জ্বর আসে।🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹😘😘😘ভুল বলে ক্ষমাপ্রার্থী)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *