শিরোনাম——সময়ের চাবি কলমে——নমিতা বসু
বিভাগ—–কবিতা
শিরোনাম——সময়ের চাবি
কলমে——নমিতা বসু
সময়ের চাবি
অদল বদলে দেখতে এক হলেও ,
প্রত্যেকটি সময়ের তালা পৃথক পৃথক চাবিতে খোলে।
পুরনো সময় ঘেঁটে ঘেঁটে একটা শীতের চাদর,বারোটা রুমাল,আর একটা সিঁদুরের দাগ লাগা লজ্জ্বা বস্ত্রের গাঁটছড়া খুঁজে পেয়েছি।
ওটার সুবাদে,
গ্রীষ্ম ভয়ে উৎকণ্ঠীত,
বর্ষা লজ্জ্বায় মাথা নত,
শরৎ উৎসবের বাহানায় বিভ্রান্ত,
হেমন্ত নৈঃসর্গিক চেতনায় উদভ্রান্ত,
শীত ক্লান্ত চোখে ঘর্মাক্ত,
বসন্ত নিষিদ্ধ গোলাপে রক্তাক্ত।
আমার সমুদ্র স্নানে হারানো অক্ষর বিন্যস্ত।
ইতিহাস সূত্র হাতড়ায়।
সমাপ্ত।