মৃত্যুর কাছাকাছি এলে— –©বনানী ভট্টাচার্য
মৃত্যুর কাছাকাছি এলে—
–©বনানী ভট্টাচার্য
হারিয়ে ফেলার অনুভূতি কান্নায় ভিজে গেলে
আলুথালু আকুলতা সামলে নিয়ে
গন্তব্যবিহীন মন বলে ওঠে,
নির্বোধ আহ্লাদে আগে কেন বুঝিনি,
তোর দেয়া রঙ-তুলি
তুই নিজেই কেড়ে নিবি একদিন,
ক্যানভাসটা হয়ে যাবে বেওয়ারিশ!
তারপরও কী কী অনাসৃষ্টি হতে পারে
প্রয়োজন ছিল তোকে জানানোর
এক প্রতিশোধস্পৃহাহীন আগুনপাখির কথা
যন্ত্রণায় দগ্ধ হতে হতেও ভালোবাসতে শিখিয়ে
যে প্রতিদিন নতুনভাবে জন্মায়, আর
নিজেরই অজান্তে অসংখ্য ফিনিক্স হয়ে যায়…