কবিতা# !!! একটু প্রশান্তির সবুজে !!! মনোজ রায়।
কবিতা# !!! একটু প্রশান্তির সবুজে !!!
……………………………মনোজ রায়।
নতুন বছরের নতুন দিনে নতুন আশায়
নিশ্চিন্তে নিদ্রার কোলে আশ্রয় নিতে গেলে
স্বপ্নের চোলাবালি হাতছানিতে ডেকে বলে
কি চাই তোমার?
পাহাড় নেবে, ঝরণা, নাকি মেঘ কুয়াসা;
নাকি সাতার কাটবে গভীর সাগরে?
আমি অবাক বিস্ময়ে তাকিয়েছি কেবল;
বলার সেই ভঙ্গিমায় কখনও মনেই হয়নি
অদৃশ্য কোনও ছলনা, প্রবঞ্চনার আভাষ।
পাহাড়-ঝরণা নিয়ে কি কাজ? তাহলে কি চাই আমার?
যদি দিতেই হয় – এমন কিছু দাও যাতে
ভিখিরীরা আর ভিক্ষা না করে,
বেকার বলে কেউ বসে না থাকে,
না খেয়ে যেন প্রান না হারায় কেউ।
নির্যাতনের শিকার হয়ে কেউ যেন আত্মহত্যা না করে;
ধর্মের নামে বলি হয়ে কেউ যেন উদ্বাস্তু না হয়!
স্বপ্ন! তোমার অবয়ব, তোমার ইশারা, তোমার কল্প-আকাশ
মোহনীয় করে তোলে, ভুলিয়ে দিতে চায় বাস্তব।
অশিক্ষা, কুশিক্ষা আর মাদকতায় ভাসাতে চায় তোমার নেশা।
তো মার মেঘ-কুয়াসা থাকুক পিওনের ব্যাগেই—
আমার চিঠিতে শুধু লিখে দিও অধিকার,
যার হাত ধরে গভীর সাগর পাড়ি দিয়ে
যেন বাঁচতে পারি স্রোতস্বিনীর তীরে,
বিদ্বেষ-হিংসার হাড়িকাঠ মাড়িয়ে,
একটু প্রশান্তির সবুজে।
**************