১৪৪ ধারা ©সায়ন্তিকা
১৪৪ ধারা
©সায়ন্তিকা
আজ ভাটিখানা বন্ধ ,
রাস্তায় টহল দিচ্ছে হাওয়ারা !
শবনম বিবির ঘরে বসে ওরা মদ ঢালছে ۔۔۔۔۔
ছিটকিনির ঘড়ঘড় শব্দে রাতটা ক্রমশ ভৌতিক হয়ে উঠছে !
অলৌকিক শরীরটা অন্তর্বাসের নিচে মুখ ঘষছে ,
নাক থেকে বেরিয়ে আসছে বারুদ ,
নাভি থেকে যোনী তখন গভীর নিম্নচাপের অক্ষরেখা ,
ফুঁসছে হুগলী নদীটাও ۔۔۔۔۔
হিংস্র বাঘিনীর নখ খুবলে খাচ্ছে ঢেউয়ের খোলস ,
শবনমের ঘরে তখন নীল , শাদা , লাল মাছগুলো ছটফট করছে ,
পুলিশ ভ্যানটা ভুল করে গর্তে খুঁজে চলেছে আসল অপরাধীকে ۔۔۔
সাড়া পাড়াটা আলো নিভিয়ে বসে আছে ,
আজ শহরে ১৪৪ ধারা !
সবাই ঘুমিয়ে পড়েছে ,
কারুর বাড়িতে আজ রান্না হবে না ,
নিরাপত্তারক্ষীরা রাইফেল বুকে চেপে ঝিমোচ্ছে
খালধারের বস্তিটা চলে গ্যাছে আন্ডারগ্রাউন্ডে ,
অথচ শবনম , তার লাল লিপস্টিক থেকে চেটে খাচ্ছে মাকড়সার রস !
আজ ১৪৪ ধারা ۔۔۔۔۔
চারিদিকে উর্দিধারী গাছেরা ,
আর একজন শবনম বিবি !